1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্নাকে ভারতের প্রধানমন্ত্রীর গদিতে বসাতে চায় তরুণ প্রজন্ম

১৯ আগস্ট ২০১১

আন্না হাজারের সমর্থনে ভারতীয় সমাজের প্রায় সর্বস্তরের মানুষজন এগিয়ে আসছেন৷ প্রতিদিনই উল্কার বেগে বেড়ে চলেছে আন্নার সমর্থকদল৷ বিশেষ করে তরুণ প্রজন্ম৷ সেই প্রজন্মেরই এক আন্না সমর্থিকা সেঁজুতি ঘোষের সঙ্গে কথা বলে ডয়চে ভেলে৷

https://p.dw.com/p/12J1T
আন্নার পাশে লক্ষ লক্ষ মানুষছবি: dapd

আন্না হাজারে৷ ভারত কেন, দক্ষিণ এশিয়ায় এবং এমনকি বিশ্বের বহু দেশের মিডিয়াতে এখন এই ভারতীয় সত্যাগ্রহীর নাম বেশ পরিচিত৷ প্রথম দফায় অনশনে বসে তিনি বেশ হৈচৈ ফেলে দিয়েছিলেন৷ সে সময় কিছুটা ঘাড় পাততে হয়েছিল কেন্দ্র সরকারকে৷ তারা চেষ্টা করে দ্বিতীয় দফার অনশনের রাস্তা বন্ধ করতে৷ কিন্তু ক্রমবর্দ্ধমান জনসমর্থনের চাপে নতুন করে তিনি অনশনে বসতে চাওয়ার পর কেন্দ্র সরকার প্রথমে জেলবন্দি করেও পরে তাঁকে ১৪ দিন অনশনে বসার অনুমতি দিতে রাজি৷

প্রশ্ন হল, আন্নার জন্য এই যে বিপুল পরিমাণ জনসমর্থন, বিশেষ করে তরুণ প্রজন্মের এই আন্নার প্রতি আগ্রহ, এটা কেন৷ এরই জবাব খুঁজতে গিয়ে কলকাতার এক আন্না সমর্থিকা, সেঁজুতি ঘোষের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, লোকপাল বিলের সমর্থনের প্রশ্ন প্রথমেই৷ জনপ্রতিনিধিদের দুর্নীতি রুখতে যে আইন প্রয়োজন বলে মনে করছেন তরুণ-তরুণীরা৷

Flash-Galerie Anna Hazare
প্রধানমন্ত্রী হিসেবেও আন্নাকে দেখতে চান অনেকেছবি: AP

আন্নাকে সমর্থনের প্রশ্নে এই তরুণীর জবাবটি বেশ স্পষ্ট৷ বলছেন, আন্না কোনো রাজনৈতিক দলের মানুষ নন৷ তিনি একজন সাধারণ ভারতীয়৷ সেভাবে কেউ এ পর্যন্ত উঠে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেন নি, সরকারের দুর্নীতির অবসান চাই৷ এই সরাসরি স্পষ্ট কথাটাই তাঁদের মন কেড়েছে৷ আর রয়েছে, আন্নার চেহারায়, হাবেভাবে মহাত্মা গান্ধীর ছায়া৷ জাতির জনকের ছায়া একজন সাধারণ মানুষের মধ্যে দেখতে পেলে, সেই তেজ, সেই সত্যাগ্রহের চেহারা দেখা গেলে তরুণদের কাছে তা তো আকর্ষণের আকর হয়ে উঠবেই৷

আন্নাকে কোথায় দেখতে চান? এ প্রশ্নেরও সাফ জবাব দিয়ে সেঁজুতি বলে দিলেন তাঁর প্রজন্মের সকলের মনের কথা৷ ‘আন্নাকে দেখতে চাই প্রধানমন্ত্রীর আসনে৷' সেক্ষেত্রে প্রশাসনিক দুর্নীতি নাকি কমবে৷ আর আন্না সমর্থকদের বিশ্বাস, হাতে ক্ষমতা পেলে তিনি আর কিছু না পারুন, তার অপব্যবহার করবেন না৷

কিন্তু, সেই পথ কী এতোটাই সহজ? আগামীর ভবিষ্যত অবশ্যই এর উত্তর দেবে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান