1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপনার মুঠো ফোনই আপনার উপর গোয়েন্দাগিরি করছে!

২২ এপ্রিল ২০১১

আপনার কী আইফোন অথবা আইপ্যাড রয়েছে? তাহলে আপনি যখন যেখানে যাচ্ছেন তার সব তথ্য জেনে যাচ্ছে অ্যাপল৷ এমনটাই বলেছেন দু’জন ব্রিটিশ গবেষক৷ ফলে নড়েচড়ে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তা ও রাজনীতিবিদরা৷

https://p.dw.com/p/112Kt
ছবি: Picture-Alliance/dpa

ঐ দুই ব্রিটিশ গবেষক হলেন অ্যালাসডেয়ার অ্যালান ও পিট ওয়ারডেন৷ সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি সম্মেলনে তারা বলেন, যে দিন থেকে অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম ‘আইওএস ৪' চালু করেছে সে দিন থেকেই ব্যবহারকারীদের যাবতীয় তথ্য পেতে শুরু করেছে তারা৷ এই হিসেবে গত জুন থেকে সব তথ্য জমা হচ্ছে৷ অর্থাৎ প্রায় এক বছর ধরে৷

এই তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের এক সেনেটর আল ফ্রাঙ্কেন অ্যাপল কোম্পানির প্রধান স্টিভ জবসের কাছে একটি চিঠি লিখেছেন৷ সেখানে তিনি জানতে চেয়েছেন গবেষকদের দেয়া ঐ তথ্য সঠিক কি না৷ আর তাই যদি হয় তাহলে সংগৃহীত তথ্যগুলো অ্যাপল কী কাজে লাগাচ্ছে সেটাও জানতে চেয়েছেন মার্কিন ঐ রাজনীতিবিদ৷

জার্মানিও এ ব্যাপারে অ্যাপলের সঙ্গে কথা বলবে বলে জানা গেছে৷

তবে ডয়চে ভেলের পক্ষ থেকে জার্মানিতে থাকা অ্যাপলের সদর দপ্তরে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয় নি৷ এমন কী অ্যাপলের প্রধান কার্যালয়ও এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য দেয় নি৷

গবেষকরা বলছেন অ্যাপল যে ধরণের তথ্য সংগ্রহ করছে সেটা যে কোনো মোবাইল অপারেটর করতেই পারে৷ কিন্তু সমস্যাটা অন্যখানে৷ কারণ এক্ষেত্রে তথ্যগুলো জমা হচ্ছে খোদ ব্যবহারকারীর মোবাইল ফোনেই৷ ফলে অন্য কেউ যদি কারও ফোন হাতে পেয়ে থাকে তাহলে সহজেই সে জেনে নিতে পারবে ব্যবহারকারী গত ক'মাসে কখন, কোথায় গিয়েছিল এবং কতদিন ছিল৷ যেটা আদতে ব্যবহারকারীর নিরাপত্তাকে শঙ্কায় ফেলতে পারে৷

কিন্তু কেন অ্যাপল এ'ধরণের তথ্য সংগ্রহ করছে সে ব্যাপারে গবেষকরা বলছেন তারা ‘লোকেশন-বেসড সার্ভিস'এর বাজার ধরতে চাইছে যেটার পরিমাণ এই মুহূর্তে প্রায় তিন বিলিয়ন ডলার৷ এবং আগামী তিন বছরে তা' ৮.৩ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে প্রযুক্তি বিষয়ক গবেষণার ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান গার্টনার'এর ধারণা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী