1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাটালুনিয়ার সংকটের ছায়া

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)২৭ মার্চ ২০১৮

স্পেনের কাটালুনিয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্লেস পুজদেমন জার্মানির উত্তরে আটক রয়েছেন৷ আগামী সপ্তাহের আগে তাঁকে স্পেনে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্তের সম্ভাবনা কম৷ এই ঘটনাকে ঘিরে তর্ক-বিতর্ক তুঙ্গে৷

https://p.dw.com/p/2v2Vx
জার্মানির নয়ম্যুনস্টার শহরের যে জেলে আটক রয়েছেন কাটালুনিয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
ছবি: picture alliance/AP Photo/F. Moöter

আপাতত প্রায় সপ্তাহখানেক জেলেই থাকতে হচ্ছে স্পেনের কাটালুনিয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্লেস পুজদেমনকে৷ রবিবার জার্মানির উত্তরের সীমান্ত পেরোনোর পর তাঁকে আটক করা হয়৷ তিনি স্থলপথে বেলজিয়াম ফিরে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী৷ ইস্টারের ছুটির কারণে সম্ভবত আগামী সপ্তাহে তাঁকে স্পেনে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে জার্মানির আদালত৷ তার আগে জামিনে তাঁর মুক্তির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ জার্মান আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ জার্মান ও ইউরোপীয় আইনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে অপরাধ হিসেবে গণ্য করা হলে তবেই জার্মান আদালত কাটালুনিয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্পেনে প্রত্যর্পণের পক্ষে রায় দিতে পারে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা৷ এমন প্রেক্ষাপটে জার্মানির উত্তরে নয়ম্যুনস্টার নামের ছোট অখ্যাত শহর রাতারাতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷

পুজদেমনকে ঘিরে সংকটের রাজনৈতিক সমাধানসূত্রের ডাক দিচ্ছে জার্মানির অনেক মহল৷ জার্মানির সবুজ দলের শীর্ষ নেতা রোব্যার্ট হাবেক এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকে মধ্যস্থতার দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানিয়েছেন৷ তাঁর মতে, আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ সম্ভব না হলেও কাটালুনিয়ার বর্তমান সংকটের সমাধান করার দায়িত্ব রাজনীতিকদেরই বহন করা উচিত৷ জার্মানির বামপন্থি দল ‘ডি লিংকে' সংসদের আইন ও পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠক ডেকে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিচ্ছে৷ তাদের মতে, জার্মানির ছোট একটি শহরের আদালত কাটালুনিয়ার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, এমনটা হতে দেওয়া যায় না৷ তবে সামগ্রিকভাবে জার্মান রাজনৈতিক জগত স্পেনের আইনের আওতায় বিষয়টির নিষ্পত্তির পক্ষে সওয়াল করছে৷

এদিকে জার্মানিতে পুজদেমনের গ্রেফতারের ঘটনার ফলে কাটালুনিয়ায় প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ সেখানে রাজ্য বিধানসভার স্পিকার মানুষকে অহিংস পথে প্রতিক্রিয়া দেখানোর ডাক দিয়েছেন৷ বুধবার এক অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে৷

উল্লেখ্য, পুজদেমনসহ ১৩ জন ‘বিচ্ছিন্নতাবাদী' নেতার বিরুদ্ধে বিদ্রোহের দায়ে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেনের সুপ্রিম কোর্ট৷ বাকি ১২ জনের বিরুদ্ধে অপেক্ষাকৃত কম গুরুত্বের অভিযোগ আনা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য