1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

৯ ফেব্রুয়ারি ২০১০

এসএ গেমস ফুটবলে আফগানিস্তানকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল৷ দীর্ঘ ১১ বছর পর এমন বড় জয় পেলো বাংলাদেশ দল৷ শুধু তাই নয়, এবার দক্ষিণ এশিয় গেমস ফুটবলে বাংলাদেশ হয়েছে অপরাজিত চ্যম্পিয়ন৷

https://p.dw.com/p/LwfJ
ফাইল ফটোছবি: AP

বাংলাদেশের এই জয়যাত্রায় কোন গোলই হজম করতে হয়নি৷ এবারের অন্যান্য খেলায় নেপালের বিরুদ্ধে ৩-০, ভুটানের বিরুদ্ধে ৪-০, মালদ্বীপের বিরুদ্ধে ১-০, আর ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ৷

সোমবারের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ভালো খেলে বাংলাদেশ৷ তাদের সঙ্গে সামিল হয় গ্যালারি ভর্তি দর্শক, ফলে স্বাগতিক দলের আক্রমণের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি আফগানিস্তানের তরুণরা৷ খেলার ১৮ মিনিটের মাথায় গোল পায় বাংলাদেশ৷ বক্সের বাইরে থেকে ওয়ালি ফয়সালের ফ্রি-কিকে মাথা দিয়ে গোল করেন আতিকুর রহমান মিশু৷ এরপর গোল করার আরেকটি সুযোগ হাতছাড়া হলেও খেলার ৩৩ মিনিটে আরো একটি গোল পায় বাংলাদেশ৷ বিরতির পর আরো দুটি গোল করে জয়ের আনন্দ বাড়িয়ে নেয় স্বাগতিকরা৷

অবশ্য রেকর্ডপত্র বলছে আফগানিস্তান সমীহ করার মতো দল নয়৷ যুদ্ধবিধ্বস্ত আফগানরা সাম্প্রতিক বছরগুলোতে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতেছে কেবল একটিতে, তাও শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৫ সালে করাচিতে৷ বাংলাদেশের বিপক্ষে তাদের আগের ছয় ম্যাচে চারটি ড্র, দুটি পরাজয়৷ তৃতীয় পরাজয়ও লেখা হয়ে গেল সোমবার৷ শুধু পরাজয় নয়, এ ম্যাচে দাঁড়াতেই পারেনি আফগানরা৷ আর তাই বাংলাদেশী সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ফাইনালটা এমনই একপেশে হলো যে বলতে পারেন প্রথমার্ধেই খেলা শেষ৷

ফুটবলে সোনা জিতে এসএ গেমসে বাংলাদেশের সোনা জয়ের সংখ্যা দাঁড়ালো ১৮ তে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার