1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে অ্যাথলেটিক ফেডারেশনের প্রধান হলেন এক নারী

১০ জানুয়ারি ২০২০

আফগান ন্যাশনাল অ্যাথলেটিক ফেডাারেশন (এএনএএফ)-এর প্রধান নির্বাচিত হয়েছেন এক নারী৷ তাঁর নাম রোবিনা জালালি৷ আগামী চার বছরের জন্য তিনি ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন৷

https://p.dw.com/p/3Vzqh
Afghanistan Robina Jalali neue ANAF-Chefin
ছবি: picture-alliance/dpa/S. Sabawoon

এএনএএফ-এর নির্বাচনে ৩০ ভোটের সবক'টি জিতেছেন রোবিনা জালালি৷ ২০০১ সালে তালিবান শাসনের পতনের পর তিনিই অলিম্পিক গেমসে অংশ নেয়া প্রথম আফগান নারী৷ ২০০৪ ও ২০০৮ সালে তিনি অলিম্পিক গেমসে অংশ নেন৷ এমনকি ২০১০ সালে তিনি আফগান সংসদ নির্বাচনে অংশ নেন৷ বর্তমান সংসদে কাবুল থেকে নির্বাচিত হয়েছেন তিনি৷ এছাড়া আফগান ন্যাশনাল অলিম্পিকেরও সদস্য তিনি৷

রোবিনা একজন মানবাধিকার কর্মীও৷ তিনি নারী ও তরুণদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন৷ ২০০৮ সালের নভেম্বরে তিনি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দুই স্কুলপড়ুয়া নারী শিশুকে এসিড নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান৷

আফগানিস্তানের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী৷ তাদের ৭৮ ভাগ গ্রামে থাকেন৷ বেশিরভাগই গৃহিনী৷ ১৯৬৪ সালে করা আফগানিস্তানের  সংবিধানে নারী সমতার কথা বলা আছে৷ কিন্তু পরবর্তীতে নারীরা অনেক বেশি বৈষম্যের শিকার হন৷ বিশেষ করে তালিবান শাসনামলে নব্বইয়ের দশকে নারী স্বাধীনতা হুমকির মুখে পড়ে৷

তালিবান পরবর্তী গণতান্ত্রিক শাসনামলে নারীদের অবস্থার উন্নতি হয়৷ সংসদে ২৫ ভাগ নারী প্রতিনিধি বাধ্যতামূলক করা হয়৷ অন্যান্য ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ বাড়তে থাকে৷ সবমিলিয়ে দেশটিতে ২০ ভাগ নারী কর্মক্ষেত্রে ভূমিকা রাখছেন৷

জেডএ/কেএম (এটিএননিউজ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য