1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে জার্মান সেনাদের সঙ্গে ভেস্টারভেলের বৈঠক

১০ জানুয়ারি ২০১১

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে এখন আফগানিস্তান সফর করছেন৷ সোমবার তিনি বৈঠক করেন কুন্দুসে দায়িত্ব পালনরত জার্মান সেনাদের সঙ্গে৷ এক বছর আগে দায়িত্ব নেয়ার পর এটাই তাঁর প্রথম কুন্দুস সফর৷

https://p.dw.com/p/zvry
সেনাদের মাঝে ভেস্টারভেলেছবি: picture-alliance/dpa

কী বললেন ভেস্টারভেলে?

তিনি সেনাদের সাহসিকতার প্রশংসা করেছেন৷ বলেছেন যে, তাদের কারণেই জার্মানিতে সবাই শান্তিতে বাস করতে পারছে৷ এছাড়া নিহত জার্মান সেনাদের প্রতি সম্মান জানিয়ে তিনি পুষ্পার্ঘ অর্পণ করেন৷ কুন্দুসের নতুন গভর্নর মুহাম্মদ আনোয়ার জেগডালেকের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে৷ এর আগের গভর্নরকে গত অক্টোবরে খুন করা হয়েছিল৷

কতজন সেনা

এখন মোট ৪,৪১৫ জন সেনা রয়েছেন৷ তাঁরা মূলত কাজ করছেন উত্তর আফগানিস্তানে, যেটি একসময় কম ঝুঁকিপূর্ণ এলাকা ছিল৷ কিন্তু দিনে দিনে স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে৷ কারণ দেশটির অন্য অঞ্চলে ন্যাটোর আইসাফ বাহিনী জঙ্গি অভিযান বাড়িয়ে দিয়েছে৷ তাই বাঁচার আশায় জঙ্গিরা এখন উত্তর আফগানিস্তানের দিকে পাড়ি জমাচ্ছে৷

Westerwelle Rasoul Afghanistan
আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীছবি: dapd

আর ন্যাটোর সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানে দায়িত্ব পালন করবেন জার্মান সেনারা৷ তবে এরপরও জার্মানি আফগানিস্তানকে ছেড়ে দেবে না বলে জানিয়েছেন ভেস্টারভেলে৷ তিনি বলেন, ‘‘২০১৪ সালের পরেও জার্মানি আফগানিস্তানকে একা ছেড়ে রাখবে না৷ আমরা আমাদের দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কেননা আমরা চাই এটি একটি দীর্ঘস্থায়ী সাফল্য হোক, এবং নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের পর সেই পুরাতন সন্ত্রাসবাদী কাঠামো আবার না গজিয়ে উঠতে পারে৷''

তবে এ বছরের শেষ থেকেই জার্মান সেনা প্রত্যাহার শুরু হতে পারে৷ এ ব্যাপারে আগামী ২৮ জানুয়ারি সংসদে সিদ্ধান্ত নেয়া হবে৷ এছাড়া সেনার সংখ্যা আরও এক হাজার বাড়ানোর বিষয়টিও সে সময় আলোচিত হবে৷

ভেস্টারভেলে-কারজাই বৈঠক

রবিবার পাকিস্তান থেকে আফগানিস্তান পৌঁছেই তিনি কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন৷ এ সময় দুর্নীতি ও মাদক পাচার রোধে আরও কঠোর হতে আফগান সরকারকে আহ্বান জানান ভেস্টারভেলে৷ এছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের আরও নিরাপত্তা দেয়ারও অনুরোধ জানান তিনি৷

সর্বশেষ পরিস্থিতি

সোমবার সকালে দক্ষিণ আফগানিস্তানে একটি আত্মঘাতী হামলা হয়েছে৷ আফগান পুলিশের উপর এই হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে৷ এদিকে রবিবার দিনের শেষে কুন্দুসে ন্যাটো ও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে৷ ঐ ঘটনায় ১৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের প্রধান পুলিশ কর্মকর্তা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী