1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে রেস্তোরাঁয় ‘হিজাব পরা’ রোবট

১৬ ফেব্রুয়ারি ২০২০

আফগানিস্তানের কাবুলের টাইম রেস্টুরেন্টে গতমাস থেকে ‘তিমেয়া’ নামে একটি খাবার পরিবেশনকারী রোবট কাজ করছে৷ সে তিন ভাষায় কথা বলতে পারে৷

https://p.dw.com/p/3Xqxh
A waitress robot (Timea) delivers food to a table at the Times Fast Food restaurant in Kabul
ছবি: REUTERS

জাপানে তৈরি রোবটটির মাথা এমনভাবে নকশা করা হয়েছে যে দেখতে মনে হয়, সে হিজাব পরে রয়েছে৷

দারি, পশতু ভাষা ছাড়াও তিমেয়া ইংরেজি বলতে পারে৷ টাইম রেস্টুরেন্টের অতিথিদের সে বার্গার, কোলা ইত্যাদি পরিবেশন করে থাকে৷

রোবটের কাছ থেকে খাবার পেয়ে খুশি অতিথিরা৷ ‘‘বিষয়টা দারুন৷ কারণ এই প্রথম আফগানিস্তানের কোনো রেস্টুরেন্টে রোবট খাবার দিচ্ছে,’’ বলেন ৩০ বছর বয়সি জাহরা বরকজাই৷ 

Afghanistan | Roboter serviert in Fast Food-Restaurant
ছবি: REUTERS

১৩ বছরের জুহাল বলছে, এতদিন পর্যন্ত সে শুধু কার্টুনে রোবট দেখেছে৷ ‘‘আমি কখনও ভাবিনি যে, কোনো একদিন আমার শহরের প্রিয় রেস্টুরেন্টে আমি রোবটের দেখা পাব,’’ বলেছে সে৷

কয়েক দশকের যুদ্ধের কারণে আফগানিস্তানে প্রযুক্তি বিষয়ক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে ২০১৭ সালে আফগান মেয়েদের নিয়ে গড়া একটি রোবটিক দলকে প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা দিতে অস্বীকৃতির খবর বিশ্ব গণমাধ্যমের খবর হয়েছিল৷ পরে অবশ্য তাদের ভিসা দেয়া হয়৷

এরপর এস্তোনিয়ার এক প্রতিযোগিতায় ঐ দলের সৌরশক্তি চালিত রোবট একটি পুরস্কার পায়৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

ঢাকার রোবট রোস্তোরাঁ নিয়ে দেখুন ২০১৭ সালের নভেম্বরের এই ছবিঘর... 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান