1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান বিমান হামলায় কমপক্ষে ৩০ জন শিশু নিহত

৮ মে ২০১৮

বিমান হামলার পর দাবি করা হয়েছিল, অন্তত ৩০ জন তালেবান নিহত হয়েছে৷ কিন্তু এপ্রিলের সেই হামলা সম্পর্কেই জাতিসংঘের প্রতিবেদন বলছে ভিন্ন কথা৷ নিহতদের সবাই বেসামরিক নাগরিক এবং তাদের অধিকাংশই শিশু!

https://p.dw.com/p/2xMxD
Afghanistan Luftwaffe
ছবি: picture-alliance/dpa/C.-F. Röhrs

গত ২ এপ্রিল আফগানিস্তানের উত্তরের শহর কুন্দুজে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে জড়ো হয়েছিলেন বেশ কিছু মানুষ৷ সেখানে বিমান অভিযান চালায় আফগান বাহিনী৷ হামলার পর দাবি করা হয়েছিল, অন্তত ৩০ জন তালেবান নিহত হয়েছে৷ কিন্তু সোমবার এক প্রতিবেদনে জাতিসংঘের সহায়তা সংস্থা ইউএনএএমএ বলেছে,

Afghanistan's civilian toll

আসলে হামলানিহতদের সবাই ছিল বেসামরিক নাগরিক৷ তাদের হিসেবে নিহত হয়েছিলেন অন্তত ৩৬ জন৷ নিহতদের অধিকাংশই শিশু বলেও জানিয়েছে  তারা৷ অন্তত ১০৭ জন আহতও হয়েছিল সেই হামলায়৷

 

রিপোর্টে বলা হয়েছে,  আকাশপথে হামলার সময় মৃত বা আহত সাধারণ নাগরিকদের পরিচয় দিতে ইউএনএএমএ সমর্থ হয়নি৷ জাতিসংঘ বলছে, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক৷ এর বিশদ তদন্ত হওয়া উচিত৷ ইউএনএএমএ বলছে, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা বলার মতো জায়গায় তারা নেই৷   

পিএস/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য