1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকার জমিতে ফসল ফলাবে বাংলাদেশ

১৮ মে ২০১১

দেশে জমির পরিমাণ কমে যাওয়ায় খাদ্যশস্য উৎপাদন করতে আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশের দুটি কোম্পানি৷

https://p.dw.com/p/11IeT
যে পরিমাণ ফসল ফলবে তার প্রায় ৮০ শতাংশই দেশে ফিরিয়ে আনা যাবেছবি: DW-TV

ইতিমধ্যে তারা উগান্ডা ও তাঞ্জানিয়ায় প্রায় ৪০ হাজার হেক্টর জমি ইজারা নিয়েছে৷ বার্তা সংস্থা এএফপি'কে একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফরহাদুল ইসলাম৷ এছাড়া, এ সপ্তাহেই আরেকটি বাংলাদেশি কোম্পানি তাঞ্জানিয়ায় প্রায় ১০ হাজার হেক্টর জমি ইজারা নেয়ার জন্য চুক্তি সই করবে বলেও জানিয়েছেন ইসলাম৷ তিনি বলেন, আফ্রিকায় জমি ইজারা নেয়ার বিষয়টি সরকার সমর্থন করে৷

আফ্রিকায় ধান উৎপাদন করতে যাচ্ছে এমন এক কোম্পানি নিটল গ্রুপ৷ এ ব্যাপারে তারা গত মাসে উগান্ডা সরকারের সঙ্গে চুক্তি সই করেছে৷ নিটল গ্রুপ'এর মালিক আব্দুল মাতলুব আহমাদ বলছেন, যে পরিমাণ ফসল ফলবে তার প্রায় ৮০ শতাংশই দেশে ফিরিয়ে আনা যাবে৷ আর এর জন্য প্রয়োজন হবে প্রায় ২৫ হাজার শ্রমিক৷ যার ৯০ শতাংশই হবে উগান্ডার৷ মাতলুব আহমাদ বলেন, তাঞ্জানিয়া, বেনিন ও গিনিতে আরও জমি ইজারা নেয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে বাংলাদেশের একদল ব্যবসায়ী৷ তাঁর কথায়, ‘‘ঐসব দেশের সরকার আমাদের সঙ্গে চুক্তি করতে বেশ আগ্রহী''৷

উল্লেখ্য, আফ্রিকায় জমি ইজারা নেয়ার ব্যাপারে সরকার গত বছর পরিকল্পনা গ্রহণ করে৷ এরপর একটি প্রতিনিধি দল সম্ভাব্যতা যাচাই করতে কয়েকটি দেশ সফরে গিয়েছিল৷

ভারত এবং চীন সহ অনেক দেশই এই পদ্ধতিতে ফসল উৎপাদন করে আসছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ