1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকার নীচে চলে যাচ্ছে ইউরোপ

১২ এপ্রিল ২০১১

এবার ঘুরতে শুরু করেছে ইউরোপ৷ বহু মিলিয়ন বছর পর সে আফ্রিকার নীচে যেতে চায়৷ ইউরোপীয় ভূ-বিজ্ঞানের তেমনই নতুন আবিস্কার৷ খবরটা বেশ অন্যরকম৷

https://p.dw.com/p/10rgT
সুনামির ওপর নজরদারির কাজে ব্যস্ত এক জার্মান ভূ-বিজ্ঞানী৷ছবি: picture-alliance/dpa

আফ্রিকাকে নীচে রেখে দিয়েছিল এতদিন সেই বিপুল ভূ-স্তর৷ এবার আফ্রিকার নীচে তার যাত্রা৷ এই আফ্রিকাকে নীচে রাখতে আফ্রিকান টেকটোনিক প্লেটের উত্তর কোণ এত বছর ইউরোপের দিকে ওপরেই ছিল৷ এবার বদলে ফেলছে সেই প্লেট তার গতিপথ৷ এবার সে ধীরে ধীরে আফ্রিকার নীচে চলে যাবে৷ ফলে ইউরোপ যাবে তলায় আর আফ্রিকা আসবে উপরে উঠে৷

ইউরোপীয়ান জিওসায়েন্সেস ইউনিয়নের সদ্য হওয়া বৈঠকে এই তথ্যটি দিলেন বিজ্ঞানীরা৷ ভূ-বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গী থেকে ব্যাপারটা দারুণ একখানা রোমাঞ্চকর বিষয়৷ একখানা পুরো মহাদেশ তার দিক বদলে ফেলছে৷ তার সাক্ষী থাকা কী কম কথা! তাই বিজ্ঞানীরা শুধু যে উত্তেজিত, তাই ই নয়, নানান অঙ্কটঙ্ক কষে তাঁরা বুঝে নিচ্ছেন, ব্যাপারটা ঠিক কেমন ঘটবে ভবিষ্যতে৷

অবশ্য সে ভবিষ্যত তো আর কালকের বা কয়েক বছরের নয়, এ হল কয়েক মিলিয়ন বছরের খেলা৷ তবে আপাতত নজর রাখার কাজটা তো বিজ্ঞানীরা করবেনই৷ বাতলে দেবেন ভবিষ্যতে কেমন হবে এই মহাদেশগুলোর সম্ভাব্য ভূ প্রাকৃতিক অবস্থান৷

তবে সেসব দেখার জন্য আমাদের কারোরই এই বিশ্বে থাকার সৌভাগ্য হবেনা৷ সেটাই স্বাভাবিক৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সাগর সরওয়ার