1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন উইডোডো?

১৭ এপ্রিল ২০১৯

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছেন ইন্দোনেশিয়া বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো৷ এক্সিট পোলের ফলাফলে অন্তত এমনটাই দেখা গেছে৷

https://p.dw.com/p/3GzbS
Wahlen in Indonesien   Joko Widodo
ছবি: Reuters/E. Su

পাঁচটি জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের করা এক্সিট পোলে দেখা গেছে, ক্ষমতায় থাকা জোকো উইডোডো প্রতিদ্বন্দী প্রাবোভো সোবিয়ান্টোকে বড় ব্যবধানে পরাজিত করতে যাচ্ছেন৷ নির্বাচন কেন্দ্রে উপস্থিত ভোটারদের উপর পরিচালিত জরিপগুলো বলছে, প্রায় ৫৫ ভাগ ভোটার জোকো উইডোডোর পক্ষে৷ আর প্রায় ৪৪ ভাগ ভোটার প্রাবোভো সুবিয়ান্টোকে বেছে নিতে পারেন৷ ২০১৪ সালের নির্বাচনেও প্রাবোভো সুবিয়ান্তোকে পরাজিত করেছিলেন জোকো উইডোডো ৷ তবে সেই সময় দুই প্রতিদ্বন্দীর মধ্যে ভোটের ব্যবধান খুব একটা বেশি ছিল না৷ 
বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিতএবং তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ ইন্দোনেশিয়াতে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ ১৭,৫০০ দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার এ নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্টসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের আইন প্রণেতাদের নির্বাচিত করছে৷ আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে৷ 
নির্বাচনের পরিবেশ
এবারের নির্বাচনি প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দেশটির অর্থনীতি ও রক্ষণশীল ইসলাম৷ বিশেষজ্ঞদের মতে, ভোটারদের বড় অংশ তরুণরাই এখন রক্ষণশীল ইসলামের সমর্থক৷ ১৯৯৮ সালে গণতন্ত্রের পথে যাত্রা শুরুর পর দেশটি ধর্ম আর রাষ্ট্রকে পৃথক হিসেবে রাখার শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করে৷ কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে৷  
ভোটগ্রহন শেষ হওয়ার পর, এক ভাষণে উইডোডো বলেন, তিনি জানতেন যে, তাঁর দল এগিয়ে থাকবে৷ নির্বাচনের সময় যে রাজনৈতিক বিভাজন দেখা দিয়েছে, নির্বাচনের পরে এ বিভাজন ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি৷
তবে এক্সিট পোলের এ ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনের জয়ের আশাবাদ ব্যাক্ত করেছেন সুবিয়ান্তো৷ নির্বাচনে কারচুপির আভিযোগও এনেছে তাঁর দল৷ 
আরআর/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) 
 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য