1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো আসছে ‘সুপারম্যান’

৬ অক্টোবর ২০১০

কে যেন একবার প্রশ্ন করেছিলো জেন্টালম্যান আর সুপারম্যানের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর এসেছিল, জেন্টালম্যান মাটিতে চলে মিনমিনিয়ে, আর সুপারম্যান আকাশে বুক উঁচিয়ে!

https://p.dw.com/p/PWit
ফিরে আসছে সুপারম্যানছবি: © 2006 Warner Bros. Ent.

এই আকাশ থেকেই নানা কাহিনী আর অ্যাডভেঞ্চার চালাতে মর্ত্যের সিনেমা হলগুলোর রুপালি পর্দায় উড়ে আসছেন সুপারম্যান! খবরটি দিয়েছেন ছবিটির নতুন পরিচালক জ্যাক স্নাইডার৷

Christopher Reeve gestorben Superman
উড়ে যাচ্ছে, উড়ে আসছে সুপারম্যানছবি: AP/TMS & C DC Comics Inc

সর্বশেষ ২০০৬ সালে সুপারম্যান-এর শেষ সংস্করণটি বাজারে এসেছিল৷ প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ঐ ছবির জন্য লগ্নি করেছিলো ২১০ মিলিয়ন ডলার৷ আর তারা বিশ্বব্যাপী ঐ ছবি প্রদর্শন করে পেয়েছিল ৩৯০ মিলিয়ন ডলার৷ যদিও এতে খুব একটা খুশি ছিল না কোম্পানিটি৷ এ জন্য কিছুটা দুষেছিলেন পরিচালক ব্রায়ান সিঙ্গারকে৷ আর তাই এবার নতুন করে যখন সুপারম্যানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তখন পরিচালককেও বদলে ফেলা হয়েছে ৷ তাই সিঙ্গারের পরিবর্তে এবার স্নাইডার৷ কমিক বইয়ের এই চরিত্রকে ছায়াচিত্রে রূপ দিতে কাহিনী লিখেছেন ডেভিড এস গোয়্যার৷ সম্প্রতি তাঁর লেখা দুটি কমিক নির্ভর ছবি দর্শক টেনেছে বেশ৷ ফলে তাঁকেই বেছে নিয়েছেন নতুন পরিচালক৷

স্নাইডার জানান, এবারের সুপারম্যানের কাহিনীতে থাকবে আধুনিকতা৷ পপ কালচারের সংমিশ্রণও ঘটাবেন তিনি৷ কিন্তু কবে নাগাদ এই ছবি মুক্তি পাবে, আর অভিনেতা বা অভিনেত্রী হিসাবে কারা থাকবেন, সে বিষয়ে কোন উত্তর আসেনি৷ তবে ফিসফিস শোনা যাচ্ছে, আগামী ২০১২ সালের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে রুপালি পর্দায় আসতে পারে নতুন সুপারম্যান৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন