1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো উত্তেজনা জেরুসালেমে

২০ নভেম্বর ২০১৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ঘোষণার পর পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনি কয়েক পরিবারের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে৷ এদিকে, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের উত্তেজনা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷

https://p.dw.com/p/1DqFA
Anschlag auf eine Synagoge in Jerusalem 18.11.2014
ছবি: AFP/Getty Images/A. Gharabli

পশ্চিম জেরুসালেমের এক ইহুদি উপাসনালয়ে মঙ্গলবারের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ এই ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বুধবার বিবৃতি দিয়েছে তারা৷

অবিলম্বে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে৷ এতে বলা হয়েছে এ ধরনের উত্তেজনা দু'দেশের মানুষের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে৷ তাই দু'দেশের সরকার প্রধান ও জনগণকে স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে৷ ২০০৮ সালের পর জেরুসালেমে এমন হামলার ঘটনা আর ঘটেনি৷

Israel zerstört ein palästinensisches Haus in Ostjerusalem 19.11.2014
ফিলিস্তিনি কয়েক পরিবারের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছেছবি: Reuters/A. Awad

পশ্চিম জেরুসালেমের ঐ ইহুদি উপাসনালয়ে মঙ্গলবার পিস্তল, ছুরি ও কুঠার নিয়ে হামলার ঘটনা ঘটেছে৷ এতে অন্তত পাঁচ ইহুদি নিহত ও আরও আটজন আহত হয়েছেন৷ নিহতদের মধ্যে চারজন রাব্বি (ইহুদি যাজক) এবং একজন পুলিশ৷ সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দু'জন ফিলিস্তিনি এই হামলা চালায়৷ মঙ্গলবারে এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন৷

অন্যদিকে বুধবার ফিলিস্তিনিদের তিনটি বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ৷ মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘‘যেসব ফিলিস্তিনি সিনাগগে এবং এর আগে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয়ার নির্দেশ দিচ্ছি আমি৷''

এই ঘোষণার কয়েক ঘণ্টা পর পূর্ব জেরুসালেমে আব্দেল রহমান নামে এক ব্যক্তির বাড়ি ভেঙে ফেলা হয়৷ গত ২২ অক্টোবর ব্যস্ত বাজারে নিজের গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন তিনি, যেখানে এক নারী ও শিশু নিহত হয়৷

USA UN Sicherheitsrat Sitzung zu Ukraine in New York
শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘছবি: Reuters

তবে হামলার আগেই ঐ পরিবার প্রতিবেশির বাড়িতে আশ্রয় নেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷ মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এ আচরণ তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দোষীদের শাস্তি না দিয়ে তাদের পরিবারকে এমন হয়রানি করার কোনো মানে হয় না৷ তবে সিনাগগে হামলার কারণে নয় বরং গত তিন মাসে বিভিন্ন হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন অন্তত তিন ব্যক্তির বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ৷

বুধবার জেরুসালেমের পৌরসভা পূর্ব জেরুজালেমে আরো ৭৮টি নতুন ইহুদি বসতি স্থাপনের প্রস্তাব অনুম্রদন করেছে৷ পোপ ফ্রান্সিসও বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন

হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ তাঁর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রার্থনালয়ে ইহুদি উপাসনাকারীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানানো হচ্ছে এবং যারাই এ ঘটনা ঘটাক না কেন, বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানানো হচ্ছে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য