1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার আলোচনার টেবিলে ইরান

৩০ নভেম্বর ২০১০

ইরান অবশেষে তার বিতর্কিত পারমাণবিক প্রকল্প নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে৷ আগামী সপ্তাহে জেনেভায় ইরান এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে এই আলোচনা শুরু হতে যাচ্ছে৷

https://p.dw.com/p/QLrm
আগামী সপ্তাহে জেনেভায় আলোচনা হতে চলেছেছবি: AP Graphics

ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে নতুন পর্যায়ের এই আলোচনা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ৬ ও ৭ তারিখে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র বলেছেন, ইরানের প্রধান আলোচক সাঈদ জলিলি আলোচনার জন্যে মিলিত হবেন ই ইউ-এর প্রধান কূটনীতিক ক্যাথরিন অ্যাশটনের সঙ্গে৷ মুখপাত্র জানিয়েছেন অ্যাশটন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন৷ মুখপাত্র বলেন, ইরানের কর্তৃপক্ষের কাছ থেকে এই ব্যাপারে যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে, তাতে বলা হয়েছে, জেনেভার আলোচনার ব্যাপারে ক্যাথরিন অ্যাশটনের প্রস্তাব ড. জলিলি গ্রহণ করেছেন৷

Catherine Ashton Said Dschalili, Saeed Jalili Fotomontage Kombo
অ্যাশটন-জালিলি আলোচনার দিকে তাকিয়ে গোটা বিশ্বছবি: picture-alliance/dpa/DW-Fotomontage

৩ প্লাস ৩ অথবা ৫ প্লাস ১ গ্রুপের এই আলোচনাতে নেতৃত্ব দেবেন ক্যাথরিন অ্যাশটন৷ অর্থাৎ আলোচনা অনুষ্ঠিত হবে ইরান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন এবং জার্মানির মধ্যে৷ ইরান এবং বিশ্বের এই ছয় শক্তির মধ্যে গত বছরের পরে এই প্রথম আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ২০০৯ সালের অক্টোবর মাসে জেনেভাতেই ইরানের সঙ্গে এই ছয় শক্তির শেষ আলোচনাটি অনুষ্ঠিত হয়েছিল৷

ঐ কর্মকর্তা বলেন, কোন সন্দেহ নেই যে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারটিই ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনছে৷ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করতে অস্বীকার করায় ইরানের ওপর চতুর্থ দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷

আলোচনার এজেন্ডা নিয়ে মতবিরোধের কারণেই পুনরায় আলোচনা শুরুর ব্যাপারে ঐক্যমত্যে আসছিল না ইরান৷ তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিই আলোচনায় প্রাধান্য পাবে বলে আশা করছে বিশ্বের শক্তিধর ছয়টি দেশ৷ তবে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বারবারই বলে আসছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মকাণ্ড নিয়ে আলোচনা চালানো যাবে না৷ তবে অ্যাশটন বলেছেন, সব ইস্যুই টেবিলে থাকবে, তবে আলোচনা পারমাণবিক কর্মসূচির ওপরে আলোকপাত করেই অনুষ্ঠিত হবে একই সঙ্গে তিনি এই ইঙ্গিতও দেন৷ যুক্তরাষ্ট্র, ইউরোপের মত পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের আশঙ্কা, এই কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে৷ তবে ইরান বলে আসছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই এই কর্মসূচি চালানো হচ্ছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক