1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার কলকাতায় খেলবে বায়ার্ন

২৭ অক্টোবর ২০১০

বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের এক তারকা-খচিত টিম নভেম্বর মাসে কলকাতায় ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে এক প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে৷

https://p.dw.com/p/Pp1y
অলিভার কান তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন কলকাতার মাঠেছবি: AP

১৭ই নভেম্বর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই ফুটবল ম্যাচ৷ এই ম্যাচে যে অর্থ উপার্জন হবে, তার পুরোটাই যাবে একটি তহবিলে৷ কলকাতার পথশিশুদের কল্যাণে কাজ করছে একটি এনজিও, যার নাম ‘টোয়ার্ডস লাইফ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া'৷ তারাই পাবে এই অর্থ৷

বায়ার্ন দলের ১৬ জন প্রাক্তন তারকা এই ম্যাচে খেলবেন৷ ‘বায়ার্ন অলস্টার্স' টিমে অন্তত ৬ জন বিশ্বকাপ তারকাও থাকছেন৷ তাঁরা ১৫ই নভেম্বর কলকাতা পৌঁছচ্ছেন, দেশে ফিরছেন ১৮ই নভেম্বর৷ টিমে থাকছেন গোলকিপার রাইমন্ড আউমান ও ভাল্টার ইয়ুংহান্স৷ অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আন্দ্রেয়াস ব্রেমে, অলিভার ক্রয়ৎসার, মার্কুস ম্যুনশ, হান্স ফ্ল্যুগার, স্টেফান রয়টার, মিশায়েল টারনাট৷ টিমের কোচ ভল্ফগাং ড্রেমলার৷

Salt Lake Stadium in Kalkutta Indien
যুব ভারতী ক্রীড়াঙ্গনছবি: Picture-Alliance /newscom

এই নিয়ে বায়ার্ন মোট ৪ বার কলকাতায় খেলতে যাচ্ছে৷ ২০০৫ সালের ডিসেম্বর মাসে বায়ার্ন মিউনিখের দ্বিতীয় সারির টিম কলকাতার আইএফএ শিল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ এরপর ২০০৮ সালের মার্চ মাসে প্রথম সারির এক টিম নিয়ে গোলকিপার অলিভার কান তাঁর পেশাগত জীবনের শেষ আনুষ্ঠানিক ম্যাচটি খেললেন কলকাতার মাটিতে৷ এরপর ২০০৯ সালের জানুয়ারি মাসে বায়ার্নের দ্বিতীয় টিম এক প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে আবার কলকাতায় গিয়েছিল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক