1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার ফিরে এলো অমর একুশে

২১ ফেব্রুয়ারি ২০১১

বছর ঘুরে আবার ফিরে এসেছে ফেব্রুয়ারি৷ বাঙালির ভাষা, সংস্কৃতি ও চেতনার মাস৷ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবিতে অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি৷ এই উত্তাল ভাষা আন্দোলনকে নিয়ে বাধা হয়েছে বহু গান৷

https://p.dw.com/p/10Kvk
ছবি: DW / Tin Farzana Kabir Khan

১৯৪৭ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতিকে লুপ্ত করার একটা ষড়যন্ত্র চলতে থাকে৷ পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়ার চেষ্টা করে৷ জেগে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালি সমাজ৷

একজোট হন ছাত্রসমাজ৷ দানা বাধতে থাকে ভাষা আন্দোলন৷ বাংলার আপামর জনতা সমর্থন ও সহমর্মিতা জানায় এই আন্দোলনে৷ চলতে থাকে ধর্মঘট, সভা, সমাবেশ৷ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ ছাত্রজনতার এক মিছিলে গুলি বর্ষণ করে৷ লুটিয়ে পড়ে রফিক, জব্বার, সালাম, বরকত ও আরো অনেকের দেহ৷

মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় এভাবে আত্মত্যাগের দৃষ্টান্ত সারা বিশ্বেই বিরল৷ বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আর লক্ষ প্রাণের বিনিময়ে একুশের ভাষা আন্দোলনের সংগ্রাম পূর্ণতা পায় একাত্তরের স্বাধিকারের লড়াইয়ে৷ বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ৷

১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে৷ ৫২ এর ২১ ফেব্রুয়ারির পর বহু বছর গড়িয়ে গেছে৷ অমর একুশে শোক দিবসের গণ্ডি ছাড়িয়ে বাঙালির গর্বের দিবসে পরিণত হয়েছে৷ আজও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মানুষ হয়ে ওঠে স্মৃতিবিজড়িত, আবেগাপ্লুত৷ কিন্তু বহু রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা কি তাঁর প্রাপ্য প্রতিষ্ঠা পেয়েছে৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন