1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার বিমান চলাচল শুরু হয়েছে ইউরোপে

২০ এপ্রিল ২০১০

অবশেষে প্রায় ছ’দিন পর, অর্থাৎ মঙ্গলবার, আবার বিমান চলাচল শুরু হয়েছে ইউরোপে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এদিন ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ এবং আমস্টারডাম থেকে স্বল্প সংখ্যক ফ্লাইট চালু হয়েছে৷

https://p.dw.com/p/N1OL
বিমান চলাচল শুরু হলো আবারছবি: dpa

আর এ ঘোষণা, হাজারো বিমান যাত্রীর মনে স্বস্তি এনে দিলেও, বহু ফ্লাইট বাতিল হয়ে গেছে ইতিমধ্যেই৷ তার ওপর, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে এখনও আটকা পড়ে আছেন অসংখ্য মানুষ৷ তাঁদেরই একজন ডয়চে ভেলের ‘বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্)' অথবা সেরা ব্লগ প্রতিযোগিতার বাংলা ভাষার বিচারক, বাংলাদেশের অন্যতম ব্লগ সাইট Somewherein blog.net-এর সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷

১৭ এপ্রিল বার্লিনের রিপাবলিকা ইন্টারনেট সম্মেলন শেষ হওয়ার পরপরই দেশে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু আইসল্যান্ডের আগ্নেয়গিরির ছাই, ইউরোপের আকাশে ছড়িয়ে পড়ার কারণে ‘জানা' আরো অসংখ্য মানুষের মতো আটকে গেছেন বিদেশে৷ কেমন লাগছে আপনার এই অনিচ্ছুক বিদেশযাপন ? তাঁর কাছে ডয়চে ভেলের সরাসরি প্রশ্ন৷ উত্তর শুনতে ক্লিক করুন নীচের অডিও ফাইলটিতে৷