1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবাসনের বেসরকারীকরণ চায় না বার্লিনের জনতা

২৭ সেপ্টেম্বর ২০২১

জার্মানির রাজধানী বার্লিনে আবাসনের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কি না, তা ঠিক করতে আয়োজিত হয় গণভোট৷ প্রাথমিক ফলাফল বলছে, বড় বেসরকারি সংস্থার হাতে আবাসন তুলে দিতে চায় না রাজধানীর নাগরিকেরা৷

https://p.dw.com/p/40vPO
Deutschland | Unterschriftensammlung zum Volksbegehren für die Enteignung großer Wohnkonzerne
ছবি: Marc Vorwerk/SULUPRESS.DE/picture alliance

নতুন জার্মান চ্যান্সেলর কে হবেন, তা ঠিক করতে ভোট দেবার পাশাপাশি, বার্লিনের বাসিন্দারা ভোট দিলেন শহরের আবাসন প্রকল্পগুলির ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যেও৷ বড় বড় আবাসন ব্যবস্থাপনা রাষ্ট্রায়ত্ত করার পক্ষে ভোট দিয়েছেন বার্লিনের ভোটারদের ৫৬ দশমিক ৯ শতাংশ মানুষ৷ বিপক্ষে ভোট দিয়েছেন ৩৯ শতাংশ৷

৩৪ হাজার নাগরিকদের সাহায্যে এই রেফারেন্ডামের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুই হাজার ২৫০টি ভোটকেন্দ্রে৷

২৭ শতাংশ ব্যালট গোনা হতেই দেখা যেতে থাকে এই ফলের ধারা৷ পূর্ণ ফল এখন প্রকাশ হয়নি৷

বেসরকারীকরণের বিপক্ষে বার্লিনের নাগরিকদের যে আন্দোলন চালু রয়েছে, তাদের পক্ষে টুইটারে জানানো হয়, ‘‘এটা শুধু প্রাথমিক ফল, পুরোটা জানতে আরো এক দিন লাগবে৷ কিন্তু এই পরিসংখ্যানও বলছে যে বার্লিনের মানুষ অনেক সহ্য করেছেন৷ পাগলের মতো বাসা ভাড়া আর না৷''

রেফারেন্ডামের বাস্তবায়ন হতে গেলে মোট ভোটারের এক চতুর্থাংশের মত থাকতে হবে৷ কিন্তু সেটাও সীমিত থাকবে নতুন বার্লিন নগর পরিষদে আলোচিত হওয়া পর্যন্তই৷

প্রভাব যেমন

‘এক্সপ্রোপ্রিয়েট ডয়চে উওনেন অ্যান্ড কোম্পানি' আন্দোলনের ফলাফল এই গণভোট বা রেফারেন্ডাম৷ এই গণভোটের পর বার্লিন সেনেটের সামনে শহরটির তিন হাজার বাসার দখল রাষ্ট্রায়ত্ত করবার সুযোগ থাকছে৷

বার্লিন শহরের বাসা ভাড়া ও বাসার দাম বেশ কয়েক বছর ধরেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তার আকাশছোঁয়া দামের কারণে৷ ক্ষমতাসীন বামঘেঁষা সরকারের পক্ষে একটি ‘রেন্ট ক্যাপ' বেঁধে দেবার প্রস্তাব এসেছিল, যা বাস্তবায়ন হলে একটি নির্দিষ্ট সীমা ছাড়াতে পারতো না বাসার দাম৷ কিন্তু সম্প্রতি জার্মানির সাংবিধানিক আদালত তা খারিজ করে দেয়৷

এই গণভোটের ফল মেনে নেওয়া কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক না হলেও এই গণরায় সেনেটে আবাসনের বিষয়টিকে আলোচনায় নিয়ে আসবে বলে মত ডয়চে ভেলের সাংবাদিক উইলিয়াম গ্লুক্রফটের৷

বার্লিনে মোট এক লাখ ১৩ হাজার বাসার মালিক ডয়চে উওনেন নামের একটি বিরাট আবাসন গোষ্ঠী৷ ৩৬ লাখ মানুষের বাস যে বার্লিনে, সেখানের আবাসন সংকট একটি জ্বলন্ত সমস্যা হয়ে উঠেছে৷

অ্যালেক্স বেরি/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য