1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবুধাবিতে চলছে উট সুন্দরী প্রতিযোগিতা

১৯ ডিসেম্বর ২০১০

লিথুয়ানিয়ায় ছাগল সুন্দরী প্রতিযোগিতার পর এবার রয়েছে উট সুন্দরী প্রতিযোগিতার খবর৷ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে চলছে উট সুন্দরী প্রতিযোগিতা৷ তবে ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার পর্যন্ত৷

https://p.dw.com/p/Qfhl
উট, দৌড়, উৎসব, প্রতিযোগিতা, সুন্দরী, আবুধাবি, আরব, আমিরাত, মেলা, বিনোদন, camel, festival, competition, beauty, Abu Dhabi, UAE,
ফাইল ছবিছবি: AP

পুরস্কার এবং প্রতিযোগীর সংখ্যা বিবেচনায় এটিই বিশ্বে সবচেয়ে বড় উট সুন্দরী প্রতিযোগিতা৷ আবুধাবির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক দপ্তর আয়োজন করেছে এই প্রতিযোগিতা ও উৎসব৷ নয়দিনব্যাপী এই উৎসব চলবে আগামী শুক্রবার পর্যন্ত৷ আল ধাফরাহ উট উৎসব নামের এই আসরে অংশ নিচ্ছে ২০ হাজারেরও বেশি নানা বাহারি উট৷ তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বশর্ত হচ্ছে সেগুলোকে হতে হবে ঝকঝকে পরিচ্ছন্ন এবং রোগ-বালাই মুক্ত৷

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই উট উৎসব৷ লক্ষ্য দীর্ঘদিনের ঐতিহ্য, মূল্যবোধ এবং মরু সংস্কৃতির লালন এবং সংরক্ষণ৷ উৎসবের মধ্যে রয়েছে উটের দৌড়৷ শিশুদের খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান৷ এছাড়া স্থানীয় জনগণের হাতে তৈরি নানা বাহারের তৈজসপত্র ও হস্তশিল্পের সমাহার সমৃদ্ধ করেছে উৎসবকে৷

প্রতিযোগিতায় অংশ নেওয়া উটগুলোকে জাত, বয়স এবং মালিকানার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন শ্রেণীতে সাজানো হয়েছে৷ এদের মধ্য থেকে ঘাড়ের সৌন্দর্য, নাকের আকৃতি এবং চুলের বাহার বিবেচনা করে সেরা উটটিকে বাছাই করবেন উটের সৌন্দর্য বিশারদরা৷ পুরস্কার হিসেবে রয়েছে এক কোটি ডলারেরও বেশি অর্থ৷ তাই নিজেদের উটগুলোকে ধুয়ে-মুছে যত্ন করে উৎসবে হাজির করেছেন উপসাগরীয় অঞ্চলের উট মালিকরা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য