‘আবেগপ্রবণ হয়েই পত্রটি পাঠিয়েছি’ | পাঠক ভাবনা | DW | 14.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আবেগপ্রবণ হয়েই পত্রটি পাঠিয়েছি’

সালাম, শুভেচ্ছা ও ভালবাসা জানবেন৷ আমি আপনাদের কাছে অনিয়মিত লিখলেও আপনাদের ওয়েবসাইট নিয়মিত খুলে থাকি৷ গতকাল আপনাদের ‘পাঠক ভাবনা’-তে ডা.এসএমএ হান্নান ভাইয়ের ই-মেলটি পড়লাম৷

আমার মনে হয় উনি আবেগপ্রবণ হয়ে ই-পত্রটি পাঠিয়েছেন৷ অনুষ্ঠান বলতে এখানে পুরনো দিনের কথা স্মরণ করেছেন৷ তাছাড়া বর্তমানে আপনাদের ওয়েবসাইটই তো রেডিও৷ সব কিছু প্রতিবেদন হিসেবে পাচ্ছি৷ শুধু আপনাদের কণ্ঠে তা শুনতে পারছি না৷ তবে আরেকটা কথা, কণ্ঠ না শুনতে পাওয়া যে কত কষ্টের তা আমরা জানি৷ প্রতিদিন ভাত খাওয়া, ঘুমানো একটা অভ্যাস, মানুষ এটা ছাড়তে পারে না৷ এটা ছাড়তে গেলে অনেক কষ্ট পেতে হবে, তেমনি ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা একটা অভ্যাস ছিল৷ আজ সেটা নাই,তা হলে বোঝেন আমরা কত কষ্ট পেয়েছি বা কষ্টে আছি, অনেক কষ্ট দিয়েছেন আপনারা৷

ভাতের পরিবর্তে আপনারা আজ আমাদের রুটি খাওয়াচ্ছেন, এটা অনেক কষ্টের৷ আমি জানি আমার এই ই-মেল আপনাদের রেডিও অনুষ্ঠান ফিরিয়ে আনতে পারবে না৷ কোনো ক্যান্সারের রোগী জানে সে বাঁচবে না, তারপরও তার মনে আশা থাকে৷ তেমনি আমাদের মনেও একই আশা৷ তবে সব হারালেও আজ আপনাদের ওয়েবসাইট আছে, মনের কথা শোনার মানুষ আমাদের প্রাণ প্রিয় আপনারা৷ তবে মাসিক কুইজ আবারো চালু করলে পাঠকদের নজর কাড়বে৷ পর্নোগ্রাফি নিয়ে ওয়েবসাইটে প্রতিবেদন খুব ভাল লাগলো৷ ধন্যবাদ জনসচেতনামূলক প্রতিবেদন প্রকাশের জন্য৷ আবেগপ্রবণ হয়ে অনেক কথা লিখলাম৷ বেয়াদবি হলে ক্ষমা করবেন৷ ভালো থাকবেন৷ সবার প্রতি শ্রদ্ধা রেখে বিদায় নিলাম৷ মো.শাহিনুর আলম, বড়চাপড়া,আলতাফনগর, বগুড়া থেকে এই লম্বা ই-মেলটি পাঠিয়েছেন৷

প্রাণপ্রিয় ডয়চে ভেলে, সুখের দিনেও আমি তোমার, দুঃখের দিনেও আমি৷ আমি গত ই-মেলে রেডিও প্রচার নিয়ে যা লিখেছি সেটা বুঝে জেনেই পাঠিয়েছি৷ রেডিও অনুষ্ঠানের সেই স্মৃতি, সেই অভ্যাস মনের নিবিড় অনুভূতির বহিঃপ্রকাশ৷ আমি যদিও ডাক্তারী পেশার কারণে অন্বেষণ দেখতে পারি না৷ কিন্তু আপনাদের ওয়েবসাইট ও ফেসবুক থেকে একটু পিছু হটিনি তবে টিভি অনুষ্ঠান কোনো একদিন সময় পরিবর্তন হলে দেখতেও ভুল হবেনা৷ কারণ ডয়চে ভেলের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব৷

‘পাঠক ভাবনায়' শ্রেষ্ঠ পত্রলেখকের ব্যবস্থা এখনো কি চালু আছে? গত ইমেলটি পাঠানোর তিন ঘণ্টা পরেই পাঠক ভাবনায় ও ফেসবুকে দেখতে পেয়ে দারুণ খুশি হলাম৷ পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি৷ ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা৷

- ধন্যবাদ দু'জনকেই৷ ‘শ্রেষ্ঠ পত্রলেখক' বিষয়ক প্রশ্নের উত্তরে জানাই, পাঠক বন্ধুদের কাছ থেকে সেভাবে সাড়া না পাওয়ায় ‘শ্রেষ্ঠ পত্রলেখক' প্রতিযোগিতাটি বন্ধ করে দেওয়া হয়েছে৷ পাঠক বন্ধুদের কাছ থেকে আবার আগের মতো সাড়া পেলে, প্রতিযোগিতাটি আবারো শুরু করা যেতে পারে৷ প্রিয় পাঠক, এটা পুরোপুরি নির্ভর করে আপনাদের ওপর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন