1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আভাতার’- চীনা লেখকের উপন্যাস থেকে চুরি করা গল্পের ছবি!

১০ জুলাই ২০১০

‘আভাতার’ নামের গোল্ডেন গ্লোব জয়ী ছবিটির কাহিনী কি চীনের লেখক ঝাও শাওয়ামারের? এটা কেবলই প্রশ্ন৷ উত্তর মিলবে মামলার রায় হবার পর৷

https://p.dw.com/p/OFy8
ঝাওয়ের দাবি, তাঁর লেখা উপন্যাস থেকে কাহিনী চুরি করেছেন ক্যামেরনছবি: 2009 Twentieth Century Fox

পরিচালক জেমস ক্যামেরনের এই ছবি ডিসেম্বরে মুক্তির পরপরই বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করে এবং অত্যন্ত দ্রুত তাঁরই পরিচালিত ১৯৯৭ সালের অস্কারজয়ী সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ছবি টাইটানিকের ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের রেকর্ড ভেঙ্গে ফেলে৷ সর্বাধুনিক থ্রি-ডি ক্যামেরা এবং চলচ্চিত্র গ্রহণ প্রযুক্তির চমৎকার শিল্পসম্মত ব্যবহারের কারণে সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে আভাতারকে৷ কিন্তু চীনা ঐ লেখক দাবি করছেন, তাঁর লেখা একটি উপন্যাস থেকেই কাহিনী টুকলিফাই, সহজভাষায় যাকে বলা হয় চুরি, তাই করেছেন জেমস ক্যামেরন৷ আর তাই আর অপেক্ষা করেননি ঝাও৷ মামলা ঠুকে দিয়েছেন একটি চীনা আদালতে৷ অবশ্য এই মামলার কান্ডটি করা হয়েছিল গত মার্চ মাসে৷ তখন আদালত ঐ লেখককে বলেছিল তাঁরা এই মামলা গ্রহণ করবেন, যদি যথার্থ প্রমাণ তাঁদের সামনে উপস্থাপন করতে পারেন৷ সেই কাজটিই করেছেন ঝাও৷ এবং মামলাটির আরও কিছু প্রয়োজনীয় কাগজসহ আগামী সোমবার আদালতে শুনানির জন্য হাজির হতে বলা হয়েছে এই চীনা লেখককে৷

দ্য লিজেন্ড অফ দ্য ব্লু ক্রো নামের ঝাও এর এই উপন্যাসটি প্রকাশিত হয় দুটি চীনা ওয়েবসাইটে ১৯৯৯ সালে৷ এই লেখকের মামলায় যদি হেরে যান ক্যামেরন, তাহলে মানহানির জন্য ঝাওকে পরিশোধ করতে হবে ১৪৭ মিলিয়ন মার্কিন ডলার৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক