‘আমাদেরও বিদেশি সংস্কৃতিকে সম্মান দিতে হবে' | পাঠক ভাবনা | DW | 13.02.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমাদেরও বিদেশি সংস্কৃতিকে সম্মান দিতে হবে'

‘জার্মানিতে প্রতিবছর গড়ে কমপক্ষে ২৬০,০০০ জন অভিবাসীর প্রয়োজন পড়বে' শিরোনামের প্রতিবেদনটি পড়ে পাঠকরা নানা ধরনের মন্তব্য করেছেন৷ কেউ কেউ জার্মানিতে আসার আগ্রহও প্রকাশ করেছেন ফেসবুকে৷

ডয়চে ভেলের পাঠক মো. নাহিদ হাসান কিন্তু খবরটি বিশ্বাসই করছেন না৷ তিনি লিখেছেন, ‘‘মানুষকে স্বপ্ন ‘না' দেখিয়ে বাস্তবে যা হচ্ছে, সেই খবরটা দিন৷'' তিনি শুনেছেন এর আগে বাড়িতে পুলিশ ঢুকে অভিবাসীদের ধরে দেশে পাঠিয়ে দিয়েছে৷ তাঁর অভিযোগ, সেই খবর ডয়চে ভেলে প্রকাশ করেনি৷ জাহিদ হাসান শিশির আর মতিউর রহমান মুন্নাও ডয়চে ভেলে থেকে প্রকাশিত খবরটি বিশ্বাস করতে পারেননি৷ তাঁরা মনে করেন, ‘‘জার্মানি লোভ দেখাচ্ছে৷''

তবে পাঠক নাহিদ হাসানের এই বক্তব্যের প্রতিবাদ করে মো. আলী আকবর জুয়েল লিখেছেন, ‘‘ভুল বললেন নাহিদ৷ ওরা অনেক ভালো৷ আমি ফ্রান্সে আছি৷ তাঁরা  বাইরের দেশের মানুষকে ভালোবাসে৷ আমাদেরও তাঁদের সংস্কৃতিকে সম্মান দিতে হবে৷ তাছাড়া  থাকবেন তাদের দেশে আর তাদের সাংস্কৃতিকে অসম্মান করবেন, তা ঠিক না৷''

পাঠক মাহমুদুল হাসানের কাছে  ‘জার্মানিতে প্রতিবছর গড়ে কমপক্ষে ২৬০,০০০ জন অভিবাসীর প্রয়োজন পড়বে' শিরোনামের খবরটি খুব ভালো লেগেছে৷ তাই তাঁর মন্তব্য, ‘‘গরীব দেশ থেকে মানুষ নিয়ে তাদের একটু বাঁচার সুযোগ করে দিক জার্মানি৷'' ২৬০,০০০ জনের মধ্যে ইউরোপের বাইরে থেকে আনতে হবে অন্তত ১৪৬,০০০ জন৷ তাই রোজী খান  বাংলাদেশিদের জার্মানি নেওয়ার সুপারিশ করার জন্য ডয়চে ভেলেকে অনুরোধ জানিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন