আমাদের আজকের বিজয়ী | পাঠক ভাবনা | DW | 24.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমাদের আজকের বিজয়ী

বিশ্বকাপ উপলক্ষ্যে ডয়চে ভেলে আয়োজিত ‘বিশেষ টপ গেম কুইজ’-এ গতকাল, মানে ২৩শে জুনের ‘টপ গেম’-টি ছিল ক্যামেরুন বনাম ব্রাজিলের খেলা৷ খেলায় বিজয়ী ব্রাজিল৷ সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷

এবারের বিজয়ী মো.মনির চৌধুরী, ইরশাদ মঞ্জিল, বন্ধন ডি/৭, দারুস সালাম মাদ্রাসা রোড, আম্বারখানা, বডবাজার, সিলেট ৩১০০, বাংলাদেশ৷ মনির চৌধুরী, আপনাকে আন্তরিক অভিনন্দন! আর হ্যাঁ, যাঁরা এখনো বিজয়ী হতে পারেননি তাঁদের মন খারাপ করার কোনো কারণ নেই৷ কারণ প্রতিদিনই থাকছে আমাদের এই বিশেষ কুইজ৷ তাই বন্ধুরা, এতে অংশ নিন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!

এবার পাঠকদের পাঠানো মতামত:

‘‘সুপ্রিয় ডয়চে ভেলে, আমার আন্তরিক স্নেহসিক্ত ভালোবাসা নেবেন৷ বিশ্বকাপ ফুটবল নিয়ে তরতাজা বিশ্লেষণধর্মী আকর্ষণীয় সংবাদ পাচ্ছি আপনাদের কাছ থেকে৷ এ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই৷ প্রথম থেকেই ছবিঘর আমার খুব প্রিয়, তাই তো সুযোগ পেলেই ক্লিক করি ছবিঘরে৷

এবারে ছবিঘর খুঁজে পেয়েছি এক ব্যতিক্রমী তথ্য-চিত্র প্রতিবেদন আর তা হলো জার্মান ফুটবলারদের রান্নাঘর! যা আমার খুব, খুব ভালো লেগেছে৷''

তিনি আরো লিখেছেন, ‘‘বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের ‘টপ গেম কুইজ'-এ পাঠক বন্ধুদের ব্যাপক সাড়া আমাকে বিস্মিত করে তোলে! এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বন্ধুদের সংখ্যা সাপ্তাহিক ‘অন্বেষণ কুইজ'-এর তুলনায় বেশ কয়েক গুণ বেশি৷ বিশ্বকাপের সাথে সাথেই এখন সবাই ডয়চে ভেলের সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িত৷ আর এঁদের সক্রিয়তা নতুন পাঠকদের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে দৃঢ় বিশ্বাসী আমরা৷'' রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর, বাংলাদেশ৷''

‘‘মহাকাশে জঞ্জাল সাফাইয়ে অভিনব উদ্যোগ’’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে খুব ভাল লাগলো৷ এ প্রচেষ্টায় বিজ্ঞান-প্রযুক্তিতে ধনী দেশগুলো যৌথভাবে কাজ করলে সুফল প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে বলে আমি মনে করি৷'' মো. আফজাল আলী খান, দক্ষিণ আলিপুর, ফরিদপুর-৭৮০০, বাংলাদেশ৷

ডয়চে ভেলে বাংলা ওয়েবসাইট সবার সেরা, যতই দেখি ততই ভালো লাগে৷ প্রতিদিন নতুন নতুন তথ্যে ভরপুর প্রতিবেদন আমার মনকে চাঙ্গা করে, যা আমাকে নতুনভাবে অনুপ্রেরণা দেয়৷ যদিও ডয়চে ভেলেতে খুব কমই ই-মেল করি, তবে আমি নিয়মিত ওয়েবসাইট দেখি৷ ডয়চে ভেলে ছাড়া আমার জীবন অন্ধকার৷ ডয়চে ভেলের সাথে আমার অনেক দিনের পরিচয়৷ আর এই ডয়চে ভেলেই আমাকে অনেক আনন্দ ও উত্‍সাহ দিয়েছে, যা আমাকে আগামী দিনগুলি সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করবে৷ প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান, পশ্চিমবঙ্গ ভারত৷

- সকলকে অনেক ধন্যবাদ৷ আমরা লক্ষ্য করছি, ‘টপ গেম কুইজ' শুরু হওয়ায় অনেক পুরনো বন্ধুকে আবার ডয়চে ভেলেতে ফিরে পাচ্ছি, সেজন্য আমরা খুবই আনন্দিত৷ এভাবেই সাথে থাকবেন!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন