1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমার দেশ সম্পাদকের ৬ মাসের জেল

১৯ আগস্ট ২০১০

আদালত অবমাননার অভিযোগে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত৷ ওই পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদককে দেওয়া হয়েছে ১ মাসের জেল৷

https://p.dw.com/p/Orgg
সুপ্রিম কোর্টছবি: Harun Ur Rashid Swapan

আদালত অবমাননার অভিযোগে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত৷ ওই পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদককে দেওয়া হয়েছে ১ মাসের জেল৷

‘চেম্বার মানেই সরকারের পক্ষ স্টে' শিরোনামে একটি প্রতিবেদন ছাপানোর কারণে বৃহস্পতিবার আমার দেশের সম্পাদক, প্রতিবেদকের এই শাস্তি দেওয়া হল৷ গত ২১শে এপ্রিল ওই পত্রিকায় প্রতিবেদনটি ছাপা হয়৷ ওই প্রতিবদনে আদালত অবমাননা হয়েছে - এই অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও কাজী মইনুল ইসলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন৷ আদালত বিষয়টি আমলে নেন এবং আদালত অবমাননার রুল জারি করেন৷

শুনানি শেষে প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগ মাহমুদুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন৷ এর সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে৷ জরিমানার টাকা না দিলে তাকে আরো এক মাস কারাভোগ করতে হবে৷ যা সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷

আদালত প্রতিবেদক অলিউল্লাহ নোমানকে ১ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন৷ প্রকাশক হাসমত আলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত ক্ষমা করে দিয়েছেন বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী এবং উপ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদকে৷

অ্যাটর্নি জেনারেল মনে করেন, এই রায়ের ফলে স্বাধীন সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না৷ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর এই মামলায় কোনো আইনজীবী নিয়োগ করেননি৷ বার্তা সম্পাদক ও উপ সম্পাদকের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে রায়ের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আগে আদালত অবমাননার ব্যাপারে রায় দিয়েছিল আপিল বিভাগ৷

আমার দেশ-এ প্রকাশিত ‘স্বাধীন বিচারের নামে তামাশা' শিরোনামে আরেকটি মন্তব্য প্রতিবদেনের জন্য মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালত আরো একটি আদালত অবমাননার রুল দিয়েছেন৷ যার শুনানি হবে ২৪শে আগস্ট৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: মনিরুল ইসলাম