1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমির খান ইউরোপেও জায়গা করে নিতে চান

১২ জুন ২০১০

ইউরোপের চলচ্চিত্র জগতে শাহ রুখ খানের সাফল্য নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই৷ এবার আমির খানও ইউরোপের বাজারে প্রযোজক হিসেবে নিজের জায়গা করে নিতে চান৷

https://p.dw.com/p/Np8A
আমির খান’কে ইউরোপে ঘনঘন দেখা যাচ্ছেছবি: AP

বলিউড'এর দুই খান – শাহ রুখ ও আমির – দুই মেরুর মানুষ৷ শাহ রুখ বছরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন, নিজের ক্রিকেট ক্লাব নিয়ে ব্যস্ত থাকেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের অভিনীত ছবির প্রচারে উপস্থিত থাকেন, ‘ড্রিমস আনলিমিটেড' ও ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট' নামের দুটি সংস্থার মাধ্যমে প্রযোজনা ও ডিস্ট্রিবিউশনের কাজও করেন৷ টেলিভিশনে কুইজ শো'র উপস্থাপক হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন৷ অন্যদিকে আমির বছরে একটার বেশি ছবিতে অভিনয় করেন না৷ অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের এই অভিনেতা শুধু অভিনয় নয়, ছবির সব বিষয় নিয়েই মাথা ঘামান৷ ছবির প্রযোজনাও করেন৷ যে কোনো কাজেই সর্বোচ্চ মান বজায় রাখা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

আপাতত আমির বছরখানেকের জন্য অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন৷ ছবি প্রযোজনার জন্য তিনি যে কোম্পানি খুলেছেন, তার প্রতিই বেশি মনোযোগ দেবেন৷ সেইসঙ্গে আরও এক ধাপ এগিয়ে ডিস্ট্রিবিউশন বা ছবির বিপণনের কাজেও হাত দিতে চান৷ ইদানিং তাঁকে ঘনঘন ইউরোপে দেখা যাচ্ছে৷ সবাই ভাবছেন, তিনি বোধহয় ছুটি কাটাচ্ছেন৷ আসলে কিন্তু তিনি ইউরোপের প্রযোজক ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন৷

প্রযোজক আমির খানের পরবর্তী ছবি ‘পিপলি লাইভ'৷ এর আগে তিনি ‘লাগান', ‘তারে জমিন পর' ও ‘জানে তু জানে না' – এই ৩টি ছবির প্রযোজনা করেছেন৷ প্রত্যেকটি ছবিই বাজারে যথেষ্ট সাফল্য পেয়েছে৷ ইউরোপের বাজারেও এবার একই রকম সাফল্য পেতে চান প্রযোজক আমির খান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম