1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী

৭ মে ২০১৩

ইটালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী সেসিলে কিয়েঙ্গে যে কেউ তাঁকে ভদ্রতা করে ‘কলর্ড’ বা ‘বর্ণযুক্ত’ বলে বর্ণনা করুক, তা চান না৷ ‘‘আমি কলর্ড নই, আমি কৃষ্ণাঙ্গ,’’ বলেছেন কিয়েঙ্গে৷ ‘‘আমি ইটালো-কঙ্গোলিজ এবং আমি কৃষ্ণাঙ্গ৷’’

https://p.dw.com/p/18T3K
ছবি: Reuters

গত রবিবার প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার সরকার শপথ গ্রহণ করে৷ মন্ত্রীদের মধ্যে মধ্য-বাম গণতান্ত্রিক দলের সদ্য নির্বাচিত সাংসদ কিয়েঙ্গে ছিলেন৷ তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে কিয়েঙ্গে বর্ণের – এবং সেই সঙ্গে জাতির – ব্যাপারটা পরিষ্কার করে দেন৷ তিনি বলেন, ‘‘আমি বহু জায়গায় দেখেছি, আমার প্রতি ‘কলর্ড' বলে উল্লেখ করা হচ্ছে৷ কিন্তু আমি কলর্ড নই, আমি কৃষ্ণাঙ্গ, এবং সেটা বলা গুরুত্বপূর্ণ৷ আমি এ বিষয়ে গর্ব বোধ করি৷''

গোঁড়া দক্ষিণপন্থিদের মধ্যে কয়েকটি গোষ্ঠী কিয়েঙ্গের নিয়োগের সমালোচনা করেছে৷ উত্তরের নর্দার্ন লিগ পার্টি অভিবাসন বিরোধী৷ ইউরোপীয় সংসদে তাদের এক সদস্য মারিও বরঘেজিও অনুরূপভাবে কিয়েঙ্গের নিয়োগের সমালোচনা করেছেন৷ কিন্তু কিয়েঙ্গের বক্তব্য হলো: ‘‘ইটালি কোনো জাতিবাদি দেশ নয়৷ এদেশে অন্যদের স্বাগত জানানোর এবং আতিথেয়তার একটা ঐতিহ্য আছে৷''

তাঁর বিরুদ্ধে যে সব সমালোচনা ও বিরূপ মন্তব্য করা হয়েছে, ইটালির সুশীল সমাজ তার প্রতিবেদ জানিয়েছে, বলে লেত্তা মন্ত্রীসভার এই মহিলা মন্ত্রী উল্লেখ করেন৷ লেত্তা ও অপরাপর মন্ত্রীরাও তাঁর সমর্থন করেছেন, বলে কিয়েঙ্গে জানান৷ লেত্তা ও তাঁর উপপ্রধানমন্ত্রী আঞ্জেলিনো আলফানো – যিনি যুগপৎ স্বরাষ্ট্রমন্ত্রী – উভয়ে একটি যুগ্ম বিবৃতিতে বলেছেন, ‘‘সেসিলে কিয়েঙ্গে কৃষ্ণাঙ্গ হিসেবে গর্ববোধ করেন এবং আমরা আমাদের সরকারে তাঁকে সংহতি মন্ত্রী হিসেবে পেয়ে গর্বিত৷

সব সত্ত্বেও, ইটালিতে জাতিবাদ যে শুধু ফুটবলে নয়, সমাজের বিভিন্ন স্তরে ও পর্যায়ে দৃষ্টিগোচর হয়ে উঠছে, সেটা নিশ্চয় কিয়েঙ্গের অজ্ঞাত নয়৷ সংহতি মন্ত্রী হিসেবে সেখানেই তাঁকে কাজ শুরু করতে হবে৷

এসি/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য