1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমেরিকার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

১০ মার্চ ২০১০

মার্কিন বিমান বাহিনীর জন্য এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার সরবরাহের টেন্ডারে বোয়িং-এর প্রতি পক্ষপাতিত্ব করা নিয়ে শুরু হয়েছে ইউরোপ-মার্কিন বাকযুদ্ধ৷ ইউরোপের অভিযোগের প্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরও জবাব দিয়েছে মঙ্গলবার৷

https://p.dw.com/p/MOQQ
ইএডিএস এর বিমান কারখানায় ম্যার্কেল এবং সার্কোজি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ (ফাইল ছবি)ছবি: AP

ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে পক্ষপাতিত্বের বিষয়টি প্রমাণিত হলে আমেরিকার সাথে ভবিষ্যতে প্রতিরক্ষা আলোচনা ক্ষতিগ্রস্ত হবে, বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে৷ এছাড়া প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান ‘ইএডিএস' এর সাথে যৌথ ব্যবসায়ের অংশীদার ‘নর্থ্রপ গ্রাম্মান' এর পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছে যে, গত মাসে প্রকাশিত ট্যাঙ্কারের জন্য নিলামে বোয়িং-এর প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে৷ তারা জোর দিয়ে বলছে যে, তাদের প্রস্তাবিত বড় আকারের ট্যাঙ্কারগুলো প্রতিযোগিতামূলক কম খরচে বেশি ক্ষমতাসম্পন্ন হতো৷

অবশ্য, ‘ইএডিএস' এর প্রধান লুই গ্যালোয়া বলেন, ‘‘আমি পরিষ্কারভাবে বলতে চাই যে, ট্যাঙ্কার নিয়ে মার্কিন সিদ্ধান্ত আমেরিকার প্রতি আমাদের ব্যবসায়িক আগ্রহে কোন পরিবর্তন ঘটবে না৷ '' কিন্তু জার্মান সরকার এটিকে আমেরিকার ‘সংরক্ষণবাদ' আখ্যায়িত করে বলেছে, এটিকে রাজনৈতিক দিক থেকে বিবেচনা করা হবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থাতেও তুলে ধরবে বার্লিন৷ এমনকি ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ও সতর্ক করে দিয়েছে যে, এই বিতণ্ডার ‘সম্ভাব্য নিহিতার্থ'র দিকে কড়া নজর রাখবে প্যারিস৷

Tankflugzeug / KC-45 / EADS / Northrop Grumman
‘নর্থ্রপ গ্রাম্মান' এর এয়ার রিফুয়েলিং (ফাইল ছবি)ছবি: Northrop

ইউরোপ এবং কিছু মার্কিন সাংসদদের পক্ষ থেকে অভিযোগের জবাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের নিলামের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করেছে মঙ্গলবার৷ পেন্টাগন মুখপাত্র ব্রায়ান হুইটম্যান সাংবাদিকদের বলেন, ‘‘বিমান বাহিনী যে ক্ষমতাসম্পন্ন বাহন চেয়েছে ঠিক সেই মানের এয়ারক্র্যাফট সরবরাহ না করে আমরা করদাতাদের কাছে দোষী হই, সেটি নিশ্চয় কেউ চাইবে না৷'' ট্যাঙ্কারের ক্ষমতা এবং আকারের প্রশ্নে তিনি বলেন যে, এটা প্রতিরক্ষা দপ্তরই ভালো জানে যে কোনটা তাদের প্রয়োজন৷

হুইটম্যানের ভাষায়, ‘‘বেশি ক্ষমতাসম্পন্ন ট্যাঙ্কার প্রয়োজন না থাকলেও দপ্তর সেটার জন্য বেশি অর্থ খরচ করলে, সেটা মোটেই ফলপ্রসূ প্রতিযোগিতা হবে না৷'' ‘‘আমরা আমাদের চাহিদার কথা উল্লেখ করেছি এবং সেই চাহিদা অনুসারেই ক্রয় করতে যাচ্ছি৷ আমরা প্রয়োজনের চেয়ে যেমন বেশি বড় নয়, তেমনি প্রয়োজনের চেয়ে ছোট আকৃতির ট্যাঙ্কারও কিনতে যাচ্ছি না,'' বলেন হুইটম্যান৷

উল্লেখ্য, এয়ারবাস এর অভিভাবক প্রতিষ্ঠান ‘ইএডিএস' ঐ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের ‘নর্থ্রপ গ্রাম্মান' এর সাথে যৌথভাবে কাজ করছিল৷ কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বোয়িং'কে কাজ পাইয়ে দেওয়ার জন্য তাদের উপযোগী শর্তসমূহ আরোপ করা হয়েছে এই অভিযোগ এনে ‘ইএডিএস' তাদের দরপত্র প্রত্যাহার করে নিয়েছে সোমবার৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী