1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরববিশ্ব জুড়ে অস্থিরতা অব্যাহত

৪ এপ্রিল ২০১১

যুদ্ধ বিরতির জন্য কূটনৈতিক সমাধানকে বেছে নিলো গাদ্দাফি প্রশাসন৷ সেই লক্ষ্যে, লিবীয় সরকার রবিবার গ্রিসে পাঠিয়েছে উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি ওবাইদিকে৷

https://p.dw.com/p/10nIN
ছবি: dapd

অন্যদিকে, ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ'এর পদত্যাগের দাবিতে বিক্ষোভে আবারো গুলি চালিয়েছে পুলিশ৷

গাদ্দাফি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধে লিবিয়া জুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷ তেল সমৃদ্ধ শহর ব্রেগার দখল নিয়ে এখনও তীব্র যুদ্ধ চলেছে গাদ্দাফির সেনা এবং বিদ্রোহীদের মধ্যে৷ এ অবস্থায় লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ওবাইদি গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রেয়াউকে বলেছেন গাদ্দাফি যুদ্ধের অবসান চান৷

আবার মুয়াম্মর গাদ্দাফির অপসারণ চাইছেন তাঁরই দুই ছেলে৷ সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাঁরা তাঁদের পিতার ক্ষমতার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন৷ ‘দ্য নিউ ইয়র্ক টাইমস'এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, গাদ্দাফির দুই ছেলে তাঁদের পিতাকে ছাড়াই লিবিয়ার পরিবর্তনের দিকে অগ্রসর হতে চান৷ তবে গাদ্দাফির ছেলেদের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে বিদ্রোহীরা৷ সোমবার বিক্ষোভকারীদের জাতীয় পরিবর্তনকামী পরিষদ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে৷ যেকোনো ধরণের কূটনৈতিক মধ্যস্থতা করার আগেই গাদ্দাফি ও তাঁর ছেলেদের দেশ ছেড়ে যেতে হবে৷

Jemen Demonstrationen Proteste April 2011
ইয়েমেনে পুলিশের ছোঁড়া বুলেট এবং কাঁদানে গ্যাসে আহত বিক্ষোভকারীরাছবি: picture-alliance/dpa

অন্যদিকে, ইটালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইটালির তেল গ্রুপের প্রধান ইনি পাউলো দু'দিন আগে বেনগাজী সফর করেছেন৷ এবং সেখানে লিবিয়ার বিদ্রোহীদের আন্দোলনে শক্তিখাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন৷

এদিকে, ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ দিকের শহর তায়িজে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে৷ তিজ শহরে গুলিতে কমপক্ষে ১২ জন নিহত ছাড়াও ৩০জন আহত হয়েছে৷ তাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ এছাড়া, বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে নিহতের সংখ্যা ১৫ জন বলে জানিয়েছে৷

Jemen Demonstration gegen die Regierung in Sanaa
ছবি: picture alliance/dpa

অপরদিকে, হুদাইদা শহরে পুলিশের ছোঁড়া বুলেট এবং কাঁদানে গ্যাসে আহত হয়েছে শতশত বিক্ষোভকারী৷ বার্তা সংস্থাগুলোকে একথা জানিয়েছে সেদেশের চিকিৎসকরা৷ সোমবার হুদাইদা শহরে সরকার বিরোধীদের একটি দল বিক্ষোভ প্রদর্শন করে প্রেসিডেন্টের প্রাসাদের দিকে এগোতে থাকে৷ সেসময় বিক্ষোভকারীরা পুলিশের এই দমন অভিযানের শিকার হয়৷ গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'এর ৩২ বছরের শাসন অবসানের দাবি জানিয়ে আসছেন বিক্ষোভকারীরা৷ সালেহ দীর্ঘ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে আসছিলো৷ কিন্তু ‘দ্য নিউ ইয়র্ক টাইমস'এর একটি প্রতিবেদনে এখন বলা হচ্ছে যে, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন মনে করে সালেহ'এর উচিত অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া৷ তবে সালেহ এখনও পদত্যাগ করতে রাজি হননি৷ বরং নিরপত্তাবাহিনীকে ব্যবহার করে বিক্ষোভকারীদের ওপর দমন নিপীড়ন চালাচ্ছেন তিনি৷

এর আগে রবিবার ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্ততঃ ২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়৷ এ নিয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকালে কমপক্ষে ৫২ জন নিহত এবং কয়েকশ বিক্ষোভকারী আহত হয়েছে বলে খবর৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য