1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেক ধাপ এগিয়ে গেলো ডয়চে বান

২৮ মার্চ ২০১০

জার্মান জাতীয় রেল কোম্পানি ডয়চে বান সংযুক্ত আরব আমিরাত-এ রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করবে৷ রবিবার এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে৷ তবে কাতার এবং বাহরাইনের সঙ্গে এর আগে এ ধরণের একটি বিলিয়ন ইউরোর চুক্তি করেছে ডয়চে বান৷

https://p.dw.com/p/MgKK
ছবি: AP

আমিরাতের এর রেল পরিবহণ ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে এই চুক্তিটি সই হয়েছে আবুধাবিতে৷ দুবাই এর সংস্থা আল মাসাউদ গ্রুপের সঙ্গে এক হয়ে কাজ করবে তারা৷ জার্মান পরিবহণ মন্ত্রী পেটার রামসাওয়ার, ডয়চে বানের প্রধান নির্বাহী রুডিগার গ্রুবে এবং আল মাসাউদ গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসাউদ উপস্থিত ছিলেন এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে৷

ডয়চে বান ইতিমধ্যেই কাতার এবং বাহরাইনে হাই স্পিড রেলওয়ে লাইন তৈরি করতে প্রায় ২৫ বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়ন করছে৷

সংযুক্ত আরব আমিরাতের এর এই রেল ব্যবস্থা গড়ে তুলবার খরচ ধরা হয়েছে ১৭ বিলিয়ন ইউরো৷ এখানেও হাই স্পিড রেলওয়ে লাইন এবং মেট্টো রেল অবকাঠামো গড়ে তোলা হবে৷

পরিবহন মন্ত্রী রামসাওয়ার বলেন, জার্মান প্রযুক্তি বিশেষ করে পরিবহণের ক্ষেত্রে জার্মানির সুনাম রয়েছে গোটা বিশ্বে৷ এ কারণে আমাদের পণ্যের চাহিদাও রয়েছে৷ তিনি আরো বলেন, শুধু আমিরাত নয় এ ধরণের সহযোগিতা থেকে জার্মানিও লাভবান হবে৷ এটি দুই দেশের জন্যই একসঙ্গে কাজ করার প্রযুক্তির আদান প্রদানের বিশাল এক সুযোগ৷

ডয়েচে বান আশা করছে, মধ্য প্রাচ্যে এ ধরণের আরো বেশ কিছু কাজ তারা হাতে পাবে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়