1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো তিনটি মৌসুম চলবে ‘ম্যাড মেন’

২ এপ্রিল ২০১১

পুরস্কার প্রাপ্ত নাটক ‘ম্যাড মেন’ চলবে আরো তিনটি মৌসুম৷ নাটকটির লেখক ম্যাথিউ ওয়াইনার কেবল চ্যানেল এএমসি-র সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরে, সংস্থাটির পক্ষ থেকে শুক্রবার এই কথা ঘোষণা করা হয়৷

https://p.dw.com/p/10mG7
গত বছরের আগস্টে ৬২ তম অ্যামি এ্যাওয়ার্ডে ‘ম্যাড মেন’-এর কুশলিরাছবি: AP

মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত এপিসোডগুলো হবে ৪৭ মিনিটের৷ গত মৌসুমের ১১টি এপিসোডের প্রতিটি ছিল ৪৫ মিনিটের৷ ‘ম্যাড মেন'-এর চুক্তি নিয়ে বিতর্কের অবসান হয়েছে কিছুটা আপোসের মাধ্যমে৷ আর এই আপোসের অংশ হিসেবেই কিছুটা ছাড়ও পেয়েছেন ওয়াইনার৷ সেই কথা মতোই ৪৭ মিনিটের এপিসোড তৈরির অনুমতি এবং পাশাপাশি ডিভিডি অথবা ডিজিটাল ডাউনলোড মুক্তিরও অনুমতি রয়েছে৷

John Hamm Mad Men TV Serie Emmy 2011 Flash-Galerie
‘ম্যাড মেন’-এ জন হ্যামছবি: AP

১৯৬০-এর দশকে নিউ ইয়র্কের একজন বিজ্ঞাপনী নির্বাহী হিসেবে ‘ম্যাড মেন' সিরিজটিতে অভিনয় করেছেন জন হ্যাম৷ গত তিন বছর ধরে এটি সেরা নাটক হিসেবে অ্যামি এ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছে৷

নতুন চুক্তির পরে ওয়াইনার ‘ম্যাড মেন'-এর ভক্তদেরকে তাদের সমর্থনের জন্যে ধন্যবাদ জানান৷ একই সঙ্গে তিনি এএমসি এবং সিরিজ প্রযোজককেও ধন্যবাদ জানান তার শৈল্পিক চিন্তা-ভাবনাতে সমর্থন দেবার জন্যে৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়