আর্জেন্টিনাকে উড়িয়ে জার্মানি এখন বিশ্বের সেরা দল' | পাঠক ভাবনা | DW | 15.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আর্জেন্টিনাকে উড়িয়ে জার্মানি এখন বিশ্বের সেরা দল'

‘‘ইয়াহু!!! চতুর্থবার বিশ্বকাপ জয় করলো জার্মানি... আমি ভীষণ আনন্দিত৷ আমার প্রিয় খেলোয়াড়রা মোস্ট ফেভারিট আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে এখন বিশ্বের সেরা দল,'' এমন মন্তব্য করেছেন বন্ধু বারিক৷

তিনি আরো লিখেছেন, ‘‘ফাইনাল খেলায় আর্জেন্টিনা দলে সবচেয়ে ভালো খেলেছে মেসি৷ কিন্তু গোল পায়নি৷ আর জার্মান দলে মেসির মতো অসংখ্য মেসির পারফরমেন্স দেখে আমি মুগ্ধ৷ গ্যোটৎসের অসাধারণ এই গোলটি তাঁর দলের মুখে হাসি আর ভক্তদের আনন্দ দিয়েছে৷ এখানে ল্যোভ এর সঠিক সিদ্ধান্তই জার্মানিকে এগিয়ে দিল৷ অভিনন্দন জার্মান ফুটবল দলকে৷ সেই সাথে ডয়চে ভেলেকেও শুভেচ্ছা জানাই৷ পুরো মাস ডয়চে ভেলে থেকে আমরা খেলার লেটেস্ট নিউজ আপডেট পেয়েছি৷ এমনকি মাঠের বাইরের খবরও ছিল অসাধারণ৷ ফাইনাল খেলা নিয়ে ডয়চে ভেলের লাইভ আয়োজন প্রমাণ করে, কেন ডয়চে ভেলে পাঠকদের কাছে এতো প্রিয়৷ জার্মানি বনাম আর্জেন্টিনা ম্যাচটির লাইভ সব তথ্য আমার মোবাইলের মেসেজ বক্সে নোটিফিকেশন আকারে পেয়েছি৷ অসাধারণ ছিল ডিডাব্লিউ-র এই লাইভ প্রোগ্রাম৷

কেউ কোনো কারণে এই ফাইনাল খেলা মিস করলেও সমস্যা হতো না৷ ফাইনাল ম্যাচটির সাথে ডয়চে ভেলের লাইভ তথ্যগুলো যেন ঘরে বসে খেলা দেখার মতই৷'' এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া৷‘‘সুপ্রিয় ডয়চে ভেলে, আপনারাসহ জার্মানির সকল জনগণ আজ আনন্দ উল্লাসে ভাসছেন৷ আর এখানেও আমরা আমাদের ক্লাবের ক'জন সদস্য মিলে আনন্দ উল্লাসে ভাসছি৷ সন্ধ্যায় ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল জার্মানভক্তদের আমাদের ক্লাবের পক্ষ থেকে৷ ভালো থাকবেন৷ আজ এখানেই শেষ করলাম৷'' জাহাঙ্গীর আলম, বাগমারা, রাজশাহী থেকে লিখেছেন।

জার্মান ফুটবল দল ও জার্মানির জন্য রইলো অনেক অনেক অভিনন্দন৷ কোনো সন্দেহ নেই যে যোগ্য দলই শিরোপা লাভ করেছে৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন