1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর আমদানি নয়, অস্ত্র রপ্তানি করবে ভারত

৬ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বের মোট অস্ত্রের ১০ ভাগ আমদানি করে ভারত৷এবার রপ্তানির দিকে চোখ বাড়ালো দেশটি৷

https://p.dw.com/p/3XLaV
Indien Pakistan Kashmir Soldat
ছবি: Reuters/M. Gupta

আগামী পাঁচ বছরে দেশটি অস্ত্র রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা করেছে৷ বুধবার দেশের সামরিক প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এ ঘোষণা আসে বলে জানিয়েছে দেশটি৷ তবে দেশের স্লথ অর্থনীতির গতিশীল করতে আমদানি নির্ভরতা কমাতে চাইছে নয়া দিল্লি৷ আর তাই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে৷
অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, তার দেশ ইতিমধ্যে আর্টিলারি গান, এয়ারক্রাফট এবং সাবমেরিন তৈরি করছে যা আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান ইতিমধ্যে শক্তিশালী করেছে৷ ‘‘আমাদের আগামী দিনের লক্ষ হচ্ছে অস্র রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারে উন্নিত করা,’’ বলেন তিনি৷     
উত্তর প্রদেশের লাখনৌতে অনুষ্ঠিত এ সামরিক প্রদর্শনীতে প্রায় এক হাজার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ১৭২টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে৷


বড় অস্ত্র আমদানিকারক
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়৷ অর্থাৎ সৌদি আরবের পরেই ভারতের অবস্থান৷ বিশ্বের মোট অস্ত্রের ১০ ভাগ আমদানি করে দেশটি৷ এ অস্ত্রের একটি বড় অংশ রাশিয়াথেকেই আমদানি করে ভারত৷ যুক্তরাষ্ট্র এবং ইসরাইলও ভারতে অস্ত্র রপ্তানি করে থাকে৷ 
আদিত্য শামা (আরআর/কেএম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য