আর কোনোদিন সুর তুলবেন না মান্না দে | পাঠক ভাবনা | DW | 29.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আর কোনোদিন সুর তুলবেন না মান্না দে

আমরা সবাই গভীরভাবে শোকাহত উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্না দে-র মৃত্যুতে৷ আরেকটি পাতা ঝরে গেলো ইতিহাসের পাতা থেকে৷ নতুন করে আর কোনোদিন সুর তুলবেন না এই জনপ্রিয় কণ্ঠশিল্পী মান্না দে৷

পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছে বন্ধু আমার, দরজায় কড়া নেড়ে কোনোদিন সে বলবে না এসে গেছি বন্ধু৷ ইতিহাসের স্মৃতির পাতায় যুগ যুগ ধরে বেঁচে থাকবে শিল্পী মান্না দে৷ সোহাগ বেপারী, গান্দাছি, বাংগড্ডা বাজার, নাংগলকোট, কুমিল্লা থেকে পাঠিয়েছেন এই -মেলটি৷

সেনাবাহিনীতে চাকরি বলে কথা! তিন দিন টানা হরতাল৷ তাই বলে কি কাজ থেমে থাকবে? মোটেই না, ইন্সপেকশন সংক্রান্ত কাজে নারায়নগঞ্জের সোনার গাও-এর মেঘনাঘাট এলাকায় একটি ফ্যাক্টরিতে যেতে হবে৷ কাল থেকে হরতাল, তাই আজই আমাকে সেখানে তিন দিন থেকে কাজ শেষ করার জন্য চলে যেতে হচ্ছে৷ কাপড়-চোপড় গুছিয়ে নিলাম৷ একটু পরেই গাড়ি এসে হর্ন বাজাবে তাই তৈরি হয়েই আছি৷ এর মাঝেই কিছুটা সময় পেলাম, তাই দু'কলম লিখতে বসলাম৷ আমার মতো হাজারো মানুষের নিত্য কাজ থাকে শহর-বন্দরে৷ কিন্তু অহেতুক রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাধারণ মানুষের এই হয়রানি আর কত দিন চলবে, কত মানুষ রাস্তায় মরবে – তার কোনো হিসেব কি কোনো নেতার ভেবে দেখার সুযোগ আছে? নেই৷ কারণ যে লোক খেত ঠেকানোর জন্য বেড়া দেয়, সেই বেড়া যদি খেত খাওয়া শুরু করে তাহলে চাষির আর ভরসা কোথায়? আমরা বেড়া নামক সেই সব ফাঁদে পড়েছি৷ এটা থেকে বের হওয়া খুব কষ্টকর৷ আমাদের দেশের নেতাদের আল্লাহ হেদায়েত দান করুন....আমীন৷ মো.সোহেল রানা হৃদয়, আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন