1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল-কায়েদার অনুসারী আনসারুল্লাহ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ আগস্ট ২০১৩

আনসারুল্লাহর প্রধান মুফতি জসিম উদ্দিন আল-কায়েদা নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত৷তিনি বাংলা টিমকে আল কায়েদার আদর্শে উদ্বুদ্ধ করেছেন, তাঁর অনুসারীদের নিয়ে সশস্ত্র জিহাদ এবং কথিত ‘নাস্তিক ব্লগার’দের হত্যার মিশনেও নেমেছিলেন৷

https://p.dw.com/p/19PFK
ছবি: AFP/Getty Images

গণজাগরণ মঞ্চের শুরুর দিকে ১৫ই ফেব্রুয়ারি ঢাকার পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর জঙ্গি সংগঠন আনসারুল্লাহর নাম প্রথম জানা যায়৷ রাজীব হায়দারকে হত্যা করে আনসারুল্লাহ বাংলা টিম৷ তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে গ্রেফতারের পর তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে৷ তারা জানায় মুফতি জসিম উদ্দিন তাদের নেতা৷ এবং তারা আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য৷ আর তখনই জানা যায়, এর আগে ১৪ই জানুয়ারি উত্তরায় ব্লগার আফিস মহীউদ্দিনকে হত্যা প্রচেষ্টার সঙ্গেও তারা জড়িত৷ তারা ‘নাস্তিক ব্লগার'দের হত্যার মিশনে নেমেছে৷

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মশিউর রহমান ডয়চে ভেলেকে বলেন, তখন থেকেই তারা মুফতি জসিম উদ্দিনকে খুঁজছিলেন৷ সোমবার দেশের দক্ষিণের জেলা বরগুনার দক্ষিণ খেঁজুরতলা এলাকা থেকে আনসারুল্লাহ'র প্রধান মুফতি জসিম উদ্দিনসহ ৩১ জনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ৷ তারা সেখানকার একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন৷ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মুফতি জসিম উদ্দিনকে ব্লগার রাজীব হায়দার হত্যা এবং আসিফ মহীউদ্দিন হত্যা প্রচেষ্টায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন জানিয়েছে আদালতে৷ উপ কমিশনার মশিউর রহমান জানান তাকে ঢাকায় নিয়ে আসা হবে৷

Blogger Asif Mohiuddin aus Bangladesch *** Blogger Asif Mohiuddin is under pressure from Government forces of Bangladesh, because of his writing on the reform of Education Sector. He is feeling in secured now. *** Zugeliefert durch Arafatul Islam am 4.10.2011. Copyright: Asif Mohiuddin
ব্লগার আফিস মহীউদ্দিনকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছেছবি: Asif Mohiuddin

বরগুনা জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ডয়চে ভেলেকে জানান, মুফতি জসিম এবং তার সহযোগীদের কাছ থেকে জেহাদী বই ও সিডি উদ্ধার করা হয়েছে৷ আর জঙ্গি তত্‍পরতার বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে৷ তাতে দেখা যায়, এই আনসারুল্লাহর সদস্যরা সশস্ত্র জিহাদে বিশ্বাসী৷ মুফতি জসিমের বয়ানে ‘নাস্তিক ক্লগার'দের হত্যার কথাও বলা হয়েছে৷ তারা আরো গভীর তদন্ত করছেন৷

এদিকে ঢাকার বছিলা এলাকায় মুফতি জসিম উদ্দিনের মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ও পাঠাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, সিডি, প্রচারপত্র ও কম্পিউটার জব্দ করা হয়েছে৷ অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মশিউর রহমান ডয়চে ভেলেকে জানান, এই মাদ্রাসাটি আনসারুল্লাহ বাহিনীর প্রধান আস্তানা৷ আর এখান থেকে ১২ জনের একটি তালিকা উদ্ধার করা হয়েছে যাদের ‘নাস্তিক ব্লগার' হিসেবে হত্যার পরিকল্পনা করে তারা৷ তাদের মধ্যে আসিফ মহিউদ্দীন এবং নিহত ব্লগার রাজীব হায়দারের নাম আছে৷

মশিউর রহমান জানান, বছিলা এলাকা থেকে যেসব বই, সিডি এবং প্রচার পত্র উদ্ধার করা হয়েছে তাতে আনসারুল্লাহ যে আল-কায়েদা নেটওয়ার্কের অনুসারী তা স্পষ্ট৷ মুফতি জসিমের বক্তব্যের যে সব সিডি পেয়েছেন, তাতে তিনি একাধিকার ‘নাস্তিক ব্লগার'দের হত্যা এবং সশস্ত্র জিহাদের কথা বলেছেন৷ তাদের ওয়েব সাইটেও একই ধরনের কথা রয়েছে৷

তিনি আরও বলেন, আনসারুল্লাহর অনুসারী বাংলাদেশে কয়েক হাজার হবে বলে ধারণা করা হচ্ছে৷ তাদের বিস্তারিত কার্যক্রমের তথ্য এবং কর্মপদ্ধতি জানা গেছে৷ তারা হত্যাকাণ্ডে দেশীয় ধারাল অস্ত্র এবং যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করে৷ জঙ্গি দলের প্রধান জসিম উদ্দিনের বাড়ি বরগুনা সদরে৷ তিনি ভারতের দেওবন্দ ও হায়দ্রাবাদের সাবেলুম সালাম মাদ্রাসায় পড়াশুনা করেছেন৷ তিনি বরগুনা এবং বরিশালের ২টি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন৷ বরগুনা পুলিশ তাকে এখন ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে৷ এই রিমান্ড শেষ হলেও তাকে ঢাকায় আনা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য