1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে দ্বিতীয় প্রজন্মের আইপ্যাড!

২৫ ফেব্রুয়ারি ২০১১

প্রযুক্তিবিদরা এ বছরকে ‘ট্যাবলেট’এর বছর বলছেন৷ মানে ট্যাবলেট কম্পিউটারে ভরে যাবে বাজার৷ হচ্ছেও তাই৷ ট্যাবলেট কম্পিউটারের জনক বলা যায় অ্যাপলকে৷

https://p.dw.com/p/10P9a
ছবি: picture-alliance/dpa

পর্দায় আঙুল বুলিয়ে কম্পিউটার চালানোর অভিজ্ঞতার আকর্ষণই আলাদা৷ গত বছর এপ্রিলে তাদের প্রথম ট্যাবলেট কম্পিউটার ‘আইপ্যাড' বাজারে আসে৷ যেটা কিনতে সারা বিশ্বের মানুষ হুমড়ি খেয়ে পড়ে৷ কেউ কেউ এটি পেতে দোকান খোলার প্রায় ৪০-৫০ ঘণ্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন – এমন খবরও পাওয়া গেছে৷ অ্যাপল বলছে, গত আট মাসে তারা নাকি দেড় কোটি আইপ্যাড বিক্রি করেছেন৷

আইপ্যাডের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন কোম্পানি ট্যাবলেটের দিকে ঝুঁকে পড়ে৷ ফলে বাজারে আসতে থাকে একের পর এক ট্যাবলেট কম্পিউটার৷ এরই মধ্যে অ্যাপল আইপ্যাডের নতুন সংস্করণ নিয়ে কাজ শুরু করেছে৷ যেটা এবছরই বাজারে আসার কথা৷

এদিকে অ্যাপলের পক্ষে থেকে সাংবাদিকদের আগামী মাসের দুই তারিখে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে৷ আর তাতেই রব উঠে গেছে যে, হয়তো ঐ অনুষ্ঠানেই নতুন আইপ্যাডের ঘোষণা দেয়া হবে৷

কিন্তু নতুন আইপ্যাডে কী কী আকর্ষণ থাকছে? এখন পর্যন্ত যা জানা গেছে তা হলো, মেমরি আগের চেয়ে বেশি থাকবে৷ আর থাকবে একটি ফ্রন্ট ক্যামেরা৷ ফলে ভিডিও কনফারেন্সিংয়ে সুবিধা হবে৷ এধরনের সুবিধা এখন পাওয়া যায় অ্যাপলেরই অন্য আরেকটি পণ্যে, যার নাম আইফোন ৪৷

এদিকে গতকাল থেকে যুক্তরাষ্ট্রে মটোরোলা মবিলিটি'র ‘জুম' ট্যাবলেট কম্পিউটার পাওয়া যাচ্ছে৷ যেটা নিয়ে বছরের শুরুর দিকে বেশ আলোচনা হয়েছিল৷ জুম কম্পিউটারে ‘হানিকম্ব' সফটওয়্যার ব্যবহার করা হয়েছে৷ যেটা বানিয়েছে গুগল৷ ট্যাবলেট কম্পিউটারের জন্যই এই সফটওয়্যার তৈরি হয়েছে৷ আর জুম হচ্ছে প্রথম ট্যাবলেট, যেটি এই সফটওয়্যার ব্যবহার করছে৷

জুম আর আইপ্যাডের দাম মোটামুটি কাছাকাছি৷ এবং তাদের আকারও সমান৷ তবে জুমে ভিডিও চ্যাট করার জন্য সামনের অংশে একটা দুই মেগাপিক্সেল ক্যামেরা থাকছে৷ আর পেছনে থাকছে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান