1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসল দামামার শব্দ সৃষ্টি করে অদৃশ্য ড্রামস

৬ জুন ২০১৮

মাউথ অর্গান না গিটার বাদকদের সুবিধে হল, তারা যন্ত্রটিকে পকেটে বা পিঠে করে নিয়ে যেতে পারেন৷ কিন্তু ড্রামাররা কি গোটা ড্রামসেট সঙ্গে নিয়ে যাবেন? না, সেজন্য আছে এয়ারোড্রামস: ভার্চুয়াল রিয়্যালিটির দুনিয়ায় ভার্চুয়াল ড্রামস৷

https://p.dw.com/p/2yztc
Aerodrums Schlagzeuger klassisches Drumset
ছবি: DW/O. Glasenapp

যে কোনো ধরনের সংগীতের সঙ্গে এয়ারোড্রামস বাজানো চলে, যে কোনো স্টাইলে বাজানো চলে৷ প্রথমবার দেখলে তথাকথিত ‘এয়ার গিটারিস্টদের' কথা মনে পড়তে পারে – যারা বাজাবার ভান করে, কিন্তু বাজায় না, কেননা তাদের হাতে কোনো গিটার থাকে না৷ ড্রাম বাদক ভিক্টর নর্ডবার্গ ঠিক সেভাবেই তাঁর অদৃশ্য ড্রামস বাজান৷

ফরাসি দেশের ইয়ান মর্ভান এই  ভার্চুয়াল বা এয়ারোড্রামসের উদ্ভাবকদের একজন৷ ভিক্টর নর্ডবার্গের সঙ্গে তিনি এয়ারোড্রামস সৃষ্টি করেছেন৷ ইয়ান তাদের উদ্ভাবনের কারিকুরিটা বোঝালেন: হাতের স্টিকস আর পায়ে রিফ্লেক্টর লাগানো থাকার ফলে প্রোগ্রামটা ড্রামার কী করছেন অথবা করতে চাইছেন, তা বুঝতে পারে – কেননা একটি হাইস্পিড ক্যামেরা হাত ও পায়ের নড়াচড়া কম্পিউটারের জন্য ধরে রাখে৷

ইয়ানের ভাষায়, ‘‘হাইস্পিড ক্যামেরা দিয়ে হাত ও পায়ের রিফ্লেক্টরগুলোর নড়াচড়া খুব নিখুঁতভাবে ধরা যায়৷ এয়ারোড্রামস বাজানোর সময় হাতের চলন্ত স্টিকটাকে হঠাৎ থামানোর অর্থ, ড্রামের উপর স্টিক দিয়ে আঘাত করা৷ কাজেই কম্পিউটার যাতে সেটা চিনতে পারে, সেভাবে প্রোগ্রাম করা সম্ভব৷''

বাস্তব আর কল্পনার ফারাক

প্রোগ্রামটা যে কীরকম নিখুঁত কাজ করে, বাস্তব ড্রামিং-এর সঙ্গে তুলনা করলে সেটা বোঝা যায়৷ কিন্তু এয়ারোড্রামস যে সব কিছু পারে, এমন নয়৷ ড্রামার ভিক্টর নর্ডবার্গ বললেন, ‘‘আমি এয়ারোড্রামসে যেটা মিস করি, সেটা হল ‘ব্রাশেস', মানে ব্রাশ দিয়ে ড্রামের উপর ঘষে সাউন্ড বের করা... এয়ারোড্রামসে সেরকম ব্রাশ দিয়ে টানার মতো কোনো চামড়া নেই৷''

অদৃশ্য ড্রামস থেকে দামামা

ব্রাশেস অবশ্য পপ সংগীতের চেয়ে জ্যাজ সংগীতেই বেশি ব্যবহার করা হয়৷

এয়ারোড্রামেসর আইডিয়া আসে ইয়ান মর্ভানের মাথায় – যখন তাঁর বন্ধু রিচার্ড লি-কে পড়াশুনোর জন্য লিভারপুল ছাড়তে হয় ও তার ড্রামগুলো লিভারপুলেই পড়ে থাকে৷ ডাবলিনের ছাত্রাবাসে রিচার্ড কীভাবে ড্রামস বাজাবে? এভাবেই ২০১২ সালে এয়ারোড্রামসের ধারণাটা জন্ম নেয় – আজ সারা বিশ্বে হাজার হাজার ড্রামার এভাবে ড্রামস বাজিয়ে থাকেন৷

ভিআর চশমা পরে ড্রামিং

লিভারপুলে এয়ারোড্রামসের উত্তরোত্তর বিকাশ নিয়ে কাজ চলেছে৷ ইয়ান জানালেন, ‘‘চেষ্টা চলেছে, ভিআর বা ভার্চুয়াল রিয়্যালিটির চশমা পরে এয়ারোড্রামস বাজানোর ব্যবস্থা করার – ড্রামার যেমন বাজানোর সময় ডাইনে-বাঁয়ে মাথা ঘুরিয়ে তাঁর ড্রামগুলো দেখতে পান, এই প্রোগ্রামে এয়ারোড্রামার তাঁর অদৃশ্য, মনগড়া ড্রামগুলোকে দেখতে পর্যন্ত পাবেন৷''

এয়ারোড্রামসের ফলে যে বাস্তবিক ড্রামস উধাও হবে, এমন নয়৷ কিন্তু ইলেকট্রিক গিটারের মতোই একটি নিজস্ব বাদনযন্ত্র হিসেবে এয়ারোড্রামস তার জায়গা করে নেবে৷ কাজেই ভবিষ্যতে দু'ধরনের ড্রামার থাকবে: ড্রামার এবং এয়ারোড্রামার৷

অলিভার গ্লাসেন/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান