1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আ্যনিমেস্ট শীর্ষ পুরস্কার পেল ‘বিগ ব্যাং বিগ বুম’

১৭ অক্টোবর ২০১০

ইটালির স্বল্প দৈর্ঘ্য ছবি ‘বিগ ব্যাং বিগ বুম’ ছিনিয়ে নিল আ্যনিমেস্ট শীর্ষ পুরস্কার৷ বুখারেস্টে চলছে ইন্টারন্যাশনাল আ্যানিমেশন ফেস্টিভ্যাল ‘আ্যনিমেস্ট’৷ পরিচালক ব্লু-র এই ছবিটি শীর্ষ স্বল্প দৈর্ঘ্য ছবির পুরস্কার পায়৷

https://p.dw.com/p/Pg9z
Film, festival, Animest, Bucharest, আ্যনিমেস্ট, ‘বিগ ব্যাং বিগ বুম’
অন্যতম সেরা অ্যানিমেশন ফিল্ম ‘রাটাটুইলি’র একটি দৃশ্যছবি: picture-alliance/ dpa

২০১০ সালে তৈরি হওয়া এই ছবিটিতে উদ্ভাবনী এবং বিভিন্ন স্তম্ভ নিয়ে যে সৃষ্টিশীল কাজ করা হয়েছে , তার প্রশংসা করেছেন জুরি বোর্ড৷ ‘বিগ ব্যাং বিগ বুম' স্মৃতি জাগিয়ে তোলার মত একটি ছবি এবং বৈজ্ঞানিক কোন কাহিনীর অবতারণা না করেই এটির পারিপার্শ্বিক কাজ শেষ করা হয়েছে৷

সেরা ফিচার ফিল্মের পুরস্কার ছিনিয়ে নিয়েছে, ফ্রান্স ও ইটালির যৌথ প্রযোজনায় নির্মিত, ডমিনিক মনফেরির ‘এলিয়েনর্স সিক্রেট'৷ এছাড়া দক্ষিণ কোরীয় পরিচালক ইউমি জুং-কে পুরস্কার দেওয়া হয়েছে তাঁর সেরা স্বল্প দৈর্ঘ্য ছবি ‘ডাস্ট কিড' এর জন্যে৷

রোমানীয় চলচ্চিত্র ‘মাথিয়াস মাথিয়াস', সেসিলীয় ফেলমারির এই আ্যানিমেটেড প্রামাণ্য চলচ্চিত্রটি সেরা রোমানীয় ছবির পুরস্কার পায়৷ পূর্ব ইউরোপের প্রধান আ্যানিমেশন চলচ্চিত্র উৎসব এই আ্যনিমেস্ট৷ এই উৎসবে ৪৬টি দেশের ৫১১টি ছবি প্রদর্শিত হয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য