1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ২৩৪ রান

১৫ জুলাই ২০১০

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ একদিনের সিরিজ ২-১ এ হেরে যাবার পর মঙ্গলবারই বেলফাস্টে চলে যায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল৷ সেখানেই আজ সকালে শুরু হয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে দুটি একদিনের ম্যাচের প্রথম ম্যাচটি৷

https://p.dw.com/p/OM3L
(ফাইল ছবি)ছবি: AP

সিভিল সার্ভিস ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের প্রথমেই ব্যাট করতে নেমেছে বাংলাদেশ৷ বাংলাদেশ রান করেছে ২৩৪ রান, উইকেট খুইয়েছে নয়টি৷ মাঠে নেমেছে আয়ারল্যান্ড৷

এদিকে, চোট নিয়ে আজই ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরছেন জাতীয় দলের ব্যাটসম্যান রকিবুল হাসান৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি'র ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে জানানো হয়, এ তথ্য৷ ৮ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় গোড়ালিতে চোট পান রকিবুল৷ এর পর চিকিৎসকরা তাঁকে দুই সপ্তাহের বিশ্রাম দেন৷

এছাড়া উইকেট কিপার মুশফিকুর রহিমের চোখের আঘাত অনেকটাই সেরে উঠেছে৷ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেছিলেন তিনি৷

আগামীকাল হবে আয়ারল্যান্ডের সঙ্গে দ্বিতিয় ম্যাচ৷ ২০ জুলাই গ্লাসগোতে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি একদিনের ম্যাচেও অংশ নেবে সফরকারীরা৷

এদিকে, ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সব কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশে৷ চলছে ৫টি স্টেডিয়ামের সংস্কারের কাজ৷ ফলে এ মুহূর্তে খালি স্টেডিয়াম পাওয়া যাচ্ছে না৷ ফলে আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল যখন বাংলাদেশ সফরে আসবে তখন কোথায় খেলা হবে, তা ছিল বেশ চিন্তার বিষয়৷ অবশেষে তাই ক্রিকেট বোর্ড বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে৷

নিউজিল্যান্ডের এই সফরে প্রথম টেস্টটি বগুড়াতে অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে৷ অবশ্য তার আগে সফরকারী দল ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে৷ বগুড়াতে ২০০৬ সালের ৮ থেকে ১২ মার্চ একমাত্র টেস্ট ম্যাচটি হয়েছিলো শ্রীলংকার বিরুদ্ধে৷ সেই ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে হেরেছিলো৷ বগুড়ায় এ পর্যন্ত ৫টি ওডিআই হয়েছে৷ যার মধ্যে ৪টিতে জয়ী হয়েছিলো বাংলাদেশ৷ তারা বগুড়াতেই প্রথম জয় পায় শ্রীলংকার বিরুদ্ধে৷

নিউজিল্যান্ড সফরে ২টি টেস্ট ও ৩টি ওডিআই ম্যাচ খেলবে৷ উল্লেখ্য, এটা নিউজিল্যান্ডের ফিরতি সফর৷ এর আগে বাংলাদেশ নিউজিল্যান্ড সফর করেছে এ বছরে ফেব্রুয়ারিতে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক