1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আয়ারল্যান্ডের সংকটে ভাঙবে না ইউরো জোন

২৬ নভেম্বর ২০১০

১৬ জাতির অভিন্ন ইউরো মুদ্রার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা৷ তাদের দাবি, গ্রিস এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলোর বাজেট ঘাটতি ইউরো এলাকায় ভাঙন ধরাতে পারে৷ কিন্তু ইউরোপের শীর্ষ নেতারা তা মানতে রাজি নন৷

https://p.dw.com/p/QIhq
প্রশ্নের মুখে ইউরো জোনের ভবিষ্যৎছবি: AP Graphics

আশাবাদী ম্যার্কেল

আয়ারল্যান্ডের বাজেট ঘাটতি ভবিষ্যতে ইউরো জোনকে গভীর সংকটে ফেলবে – এমনটা মনে করছেন না জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ বরং তিনি বিশ্বাস করেন, বর্তমান সংকট থেকে শিক্ষা নিয়ে ইউরো জোন আরো শক্তিশালী হয়ে উঠবে৷ ম্যার্কেল বৃহস্পতিবার বলেন, ইউরোপ এখন এক বছর আগের চেয়েও বেশি সংহতি দেখাচ্ছে৷ তবে জার্মান চ্যান্সেলর ভবিষ্যতে আয়ারল্যান্ড বা গ্রিসের মতো সংকট নিরসনে ইউরো স্থিতিশীলতা চুক্তিতে রদবদল চাইছেন৷ বিশেষ করে সংকট সম্পর্কে আগাম পূর্বাভাস পেতে নতুন কাঠামো গড়ে তোলা উচিত বলে প্রস্তাব তাঁর৷

Flash-Galerie Übergabe von drei Weihnachtsbäumen für das Kanzleramt
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: picture-alliance/dpa

ইউরো মুদ্রার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক জন অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকরা মনে করছেন, সদস্য দেশগুলোর উচ্চহারের জাতীয় দেনা এবং বাজেট ঘাটতি ইউরো জোনে বিপর্যয় ঘটাতে পারে৷ কিন্তু এই আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন ইউরোপের অর্থনৈতিক সুরক্ষা সংস্থা ইএফএসএফ এর প্রধান ক্লাউস রেগলিং৷ তিনি বলেন, বিপদের আশঙ্কা শূন্য শতাংশ৷ ইউরো পড়ে যাবার চিন্তা করাটা অবান্তর৷

ক্লাউস আরো বলেন, কোন দেশই স্বপ্রণোদিত হয়ে ইউরো মুদ্রা ছাড়তে চাইবেনা৷ কেননা দুর্বল অর্থনীতির দেশগুলোর জন্য তা হবে অর্থনৈতিক আত্মহত্যার সামিল৷ ধনী দেশগুলোর জন্যও একথা প্রযোজ্য৷ তাছাড়া ইউরো ছাড়া ইউরোপের গুরুত্ব বর্তমানের চেয়ে অর্ধেকে নেমে যাবে৷

আয়ারল্যান্ডের কড়া বাজেট পরিকল্পনা

এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ মতই কঠোর বাজেট পরিকল্পনা হাতে নিয়েছে আয়ারল্যান্ড৷ আশা করা হচ্ছে, আগামী মাসে সেই বাজেট অনুমোদনও পাবে৷ গত বুধবারই ১৫ বিলিয়ন ইউরোর ব্যয় সংকোচের কর্মসূচিও ঘোষণা করেছেন আইরিশ প্রধানমন্ত্রী ব্রায়ান কাউয়িন৷ আগামী চার বছর চলবে এই সংকোচন কর্মসূচি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য