1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আয়ারল্যান্ড ও ব্রাজিলে টুইটার প্রচারাভিযান

২০ জুন ২০১০

ইউরোপের আয়ারল্যান্ড ও দক্ষিণ আমেরিকার ব্রাজিলে টুইটার প্রচারাভিযান শুরু করা হয়েছে৷ আইরিশ পরিবেশ সংরক্ষণ কমিটি- ইপিএ তার পরিষেবায় যোগ করছে টুইটার এবং ব্রাজিল পাখী ধ্বংস রোধে শুরু করেছে টুইটার প্রচারাভিযান৷

https://p.dw.com/p/NxoK
আমাজনের বন কেটে উজাড় করে ফেলা হচ্ছেছবি: AP

আয়ারল্যান্ডের পরিবেশ সংরক্ষণ এজেন্সি -ইপিএ টুইটিং যোগ করছে তার যোগাযোগ কৌশলের সাথে৷ সংগঠনের একজন মুখপাত্র জানান যে, তাঁরা এই পদক্ষেপটি গ্রহণ করছেন তাঁদের যোগাযোগ কৌশল সম্প্রসারণের লক্ষ্যে৷ তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এজেন্সি–ইপিএ জনসাধারণকে পরিবেশ বিষয়ে অবহিত করার লক্ষ্যে নতুন ধরনের যোগাযোগ ব্যবস্থা যেমন টুইটার ও ইউটিউবের সাহায্য নিতে চাইছে- যা প্রচলিত যোগাযোগ মাধ্যমে সম্ভব নয়৷

ব্রাজিলে গলভাও নামে একটি বিরল পাখী হুমকির মুখে৷ প্রতি বছর কার্ণিভাল উত্সবের সময় প্রায় তিন লাখ এই গলভাও পাখী মেরে ফেলা হচ্ছে সেগুলোর পাখার জন্য৷ জলবায়ু পরিবর্তনের ফলে মারা যাচ্ছে আরো অনেক গালভাও পাখী৷ কিন্তু একটা আশা দেখা যাচ্ছে এই পরিস্থিতির পরিবর্তনের৷ ব্রাজিলের এক বিজ্ঞানী একটা প্রকল্প হাতে নিয়েছেন পাখী ধ্বংস রোধে৷ প্রকল্পটি হল টুইটার প্রচারাভিযান৷ এর অংশ হিসেবে ব্রাজিলের সাও পাউলো শহরের এক কমেডিয়ান ও অডিওভিজুয়াল প্রযোজক এক মিনিটের একটি ভিডিও তৈরির কাজ শুরু করেছেন৷ এ জন্য তিনি নিয়োগ করেছেন এক ব্রিটিশ অভিনেতাকে ভয়েসওভার করার জন্য৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : রিয়াজুল ইসলাম