1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংলিশদের ক্লাব মাঠে ভুভুজেলা নিষিদ্ধ

২২ জুলাই ২০১০

ভুভুজেলার কথা মনে আছেতো! ঐযে লম্বা চোঙা, যার পেছন দিক দিয়ে ফুঁ দিলে বো বো শব্দ হয়৷ আরো সহজ করে বললে, যার শব্দে এবারের বিশ্বকাপে অতিষ্ঠ সবাই৷ হ্যাঁ, ফুটবল প্রেমীদের সেই ভুভুজেলা নিষিদ্ধ হচ্ছে ব্রিটিশদের মাঠে৷

https://p.dw.com/p/ORDs
ইংল্যান্ডের আট ক্লাব ভুভুজেলা চায় না মাঠেছবি: AP

ইংলিশ প্রমিয়ার লিগের আট ক্লাব তাদের মাঠে দেখতে চান না ভুভুজেলা৷ কারণ হিসেবে তারা বলছে নানা কথা৷ টোটেনহ্যাম এর কথায়, বিষয়টি নিয়ে আমরা পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি৷ আলাপের ফলাফল হচ্ছে খেলার সময় হোয়াইট হার্ট লেন-এ ভুভুজেলা বা তার কোন বংশধর থাকতে পারবেনা৷

ভুভুজেলা বন্ধের কারণ হিসেবে নর্থ লন্ডনের এই ক্লাবটি জানাচ্ছে, আমরা এই বাদ্যের মাত্রাতিরিক্ত শব্দ নিয়ে চিন্তিত, কেননা তা সমর্থকদের ক্ষতির কারণ হতে পারে৷ মোটের ওপর ভুভুজেলা বাজতে থাকলে স্টেডিয়ামে খেলা চলাকালে কোন অতি জরুরি বার্তা সম্প্রচার সম্ভব হবে না৷

Flash-Galerie Vuvuzela
ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশন অবশ্য ভুভুজেলা নিষিদ্ধ করছে নাছবি: AP

টোটেনহ্যামের প্রতিপক্ষ আর্সেনালও বাজাচ্ছে একই সুর৷ নিজেদের মাঠ এমিরাটস-এ ভুভুজেলা দেখতে চায় না তারা৷ ক্লাবটির কথায়, বিশ্বকাপে ভুভুজেলা নিয়ে ব্যাপক বিতর্কের পর আর্সেনাল ফুটবল ক্লাবের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের মাঠে এই বস্তুটির জায়গা হবেনা৷ কারণ আমরা আমাদের সমর্থকদের উচ্ছ্বাস ধরে রাখতে চাই, সেইসঙ্গে চাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে৷

বাদ নেই লন্ডনের ওয়েস্ট হ্যাম ক্লাবও৷ উপটন পার্ক স্টেডিয়ামে খেলা চলাকালে ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করেছে তারা৷ সমর্থকদের শরীর এবং নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট হ্যাম৷

আরো যেসব ক্লাব ভুভুজেলা নিষিদ্ধ করেছে তাদের মধ্যে রয়েছে সান্ডারল্যান্ড, লিভারপুল, বার্মিংহ্যাম, এভারটন এবং ফুলহ্যাম৷ আসন্ন ফুটবল মৌসুমে তাই ‘নো ভুভুজেলা' নীতি আট ক্লাবের৷

তবে, ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশন ভুভুজেলা নিষিদ্ধ করছে না৷ সেরকম কোন পরিকল্পনাও সংস্থাটির নেই৷ সমর্থকরা তাই অনায়াসেই ভুভুজেলা নিয়ে যেতে পারবেন ওয়েম্বলিতে৷ আগামী ১১ আগস্ট আবার সেখানে ইংল্যান্ড এবং হাঙ্গেরির খেলা রয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই