1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারল পাকিস্তান

৬ সেপ্টেম্বর ২০১০

ম্যাচ ফিক্সিং-এর কেলেঙ্কারি নিয়ে সফররত পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডের কাছে হারল পাঁচ উইকেটে৷ জয়ের লক্ষ্য ছাড়িয়ে যায় ইংল্যান্ড ৫ উইকেটেই৷ তখনও হাতে ছিল ১৭ বল৷

https://p.dw.com/p/P4vf
ইংল্যান্ড, উইকেট, ক্রিকেট, পাকিস্তান
ফাইল ছবিছবি: AP

কার্ডিফে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জয়ের ফলে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড৷ দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে মঙ্গলবার৷ রবিবারের ম্যাচে ইয়ন মর্গান ও মাইকেল ইয়ার্ডি'র জুটি জয় নিশ্চিত করে ইংল্যান্ডের৷ মর্গান ও ইয়ার্ডি অপরাজিত৷ তাঁরা তুলেছেন ৬৭ রান৷ ২৪ বলে মর্গানের ব্যক্তিগত সংগ্রহ ৩৮ রান৷ হাঁকিয়েছেন ছয়টি চার৷ ২৬ বলে ইয়ার্ডির ৩৫ রান৷ ইয়ার্ডির ইনিংসে ছিল চারটি চার৷

এর আগে মাত্র ৬ রান পান ক্রেগ কিজওয়েটার৷ ১১ রান তুলে ঘরে ফেরেন রবি বোপারা৷ মাত্র ৪ রান পান অধিনায়ক পল কলিংউড৷ পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদির বলে বিদায় নেন তিনি৷ ২৬ বলে ৩৩ রান তোলেন স্টিভ ডেভিস৷ রবিবার রানের দেখা পাননি লুক রাইট৷ দু'টি করে উইকেট পান শোয়েব আখতার ও আফ্রিদি৷ আখতার দেন ২৩ রান এবং আফ্রিদি ২৭৷

সোফিয়া গার্ডেন্স-এ প্রথমে ব্যাট করে ৪ উইকেটে পাকিস্তান তোলে ১২৬ রান৷ দলীয় ১৩ রানের মাথায় বিদায় নেন কামরান আকমল৷ তাঁর ব্যাট থেকে আসে ৬ রান৷ দলীয় রানকে সমৃদ্ধ করেন উমর আকমল৷ ৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি৷ অপরাজিত অধিনায়ক শহিদ আফ্রিদি তোলেন ১৬ রান৷ মোহাম্মদ ইউসুফ তোলেন ২৬ রান৷ শাজাইব হাসান ২১ ও ফাওয়াদ আলম করেন ২০ রান৷ দু'টি উইকেট নেন গ্রায়েম সোয়ান ১৪ রানের বিনিময়ে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম