1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-কে এক মাস সময় দিলেন ট্রাম্প

১ মে ২০১৮

গত মার্চ মাসে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ তবে সে সময়ই ইইউভুক্ত দেশগুলোসহ কয়েকটি দেশের উপর শুল্ক কার্যকরের বিষয়টি ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল৷

https://p.dw.com/p/2wxHc
Symbolbild Stahl
ছবি: Getty Images/A. Koerner

এই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস ইইউ, ক্যানাডা ও মেক্সিকোর জন্য শুল্ক অব্যাহতির সময়সীমা একমাস বাড়ানোর ঘোষণা দিয়েছে৷ এই সময়ে দেশগুলোর সঙ্গে কোটা ব্যবস্থা নিয়ে আরও আলোচনা করতে চান মার্কিন কর্মকর্তারা৷ এই ব্যবস্থার মাধ্যমে দেশগুলো থেকে রপ্তানির পরিমাণ নির্দিষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র৷ তবে ইইউ, ক্যানাডা ও মেক্সিকো আগেই জানিয়ে দিয়েছে যে, তারা কোনো কোটা ব্যবস্থা মেনে নেবে না৷

 দক্ষিণ কোরিয়া এই কোটা ব্যবস্থা মেনে নেয়ায় যুক্তরাষ্ট্রেতাদেরকে শুল্কের আওতামুক্ত রেখেছে৷ তবে কোটা মেনে নেয়ায় ২০১৭ সালের চেয়ে এবছর ৩০ শতাংশ কম ইস্পাত রপ্তানি করতে পারে দক্ষিণ কোরিয়া৷

এদিকে, আর্জেন্টিনা, ব্রাজিল ও অস্ট্রেলিয়াকে স্থায়ীভাবে শুল্কের আওতায় রাখার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস৷ পহেলা মে থেকে এই তিন দেশের উপরও শুল্ক ধার্য হওয়ার কথা ছিল৷ ঐ দেশগুলোর সঙ্গে শিগগিরই নতুন চুক্তি সই হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস৷

একমাস সময় বাড়ানোর ঘোষণার প্রতিক্রিয়ায় ইইউ এক বিবৃতিতে জানিয়েছে, এর ফলে বাজারে অনিশ্চয়তা বাড়বে৷ জার্মানিসহ ইইউর অন্যান্য দেশগুলো স্থায়ীভাবে শুল্কের আওতামুক্ত থাকার আগ্রহের কথা জানিয়েছে৷

তবে যুক্তরাষ্ট্র যদি ইইউ'র উপর শুল্ক আরোপের বিষয়ে এগিয়ে যায়, তাহলে পালটা ব্যবস্থা হিসেবে ইইউ-ও যুক্তরাষ্ট্রের উপর কর আরোপের পরিকল্পনা করছে৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে মেকআপসহ মোটরসাইকেল ও অন্যান্য পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করা হতে পারে৷ ইইউ'র দেশগুলো যুক্তরাষ্ট্রে বছরে গড়ে ৬ দশমিক ৪ বিলিয়ন ইউরোর ইস্পাত রপ্তানি করে৷ আর ইইউ যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৪ বিলিয়ন ইউরোর সমপরিমাণ রপ্তানির উপর কর বসানোর পরিকল্পনা করছে৷

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র৷ নিজ দেশের শিল্প বাঁচানোর কথা বলে দেশটি গত ২৩ মার্চ ইস্পাত আমদানির উপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়৷

যুক্তরাষ্ট্র ২০১৭ সালে ৩৫ দশমিক ৬ মিলিয়ন টন ইস্পাত আমদানি করেছিল৷ সবচেয়ে বেশি আমদানি হয়েছিল ক্যানাডা থেকে৷ পরিমাণটি ছিল মোট আমদানির ১৬ দশমিক ৭ শতাংশ৷ ক্যানাডার উপর শুল্ক আরোপের পরিকল্পনা ‘খুবই বাজে চিন্তা' এবং এর ফলে দুই দেশের বাণিজ্য নিশ্চিতভাবেই ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷

ক্যানাডার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ইস্পাত রপ্তানির তালিকায় আছে ব্রাজিল (১৩ দশমিক ২ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৯ দশমিক ৭ শতাংশ), মেক্সিকো (৯ দশমিক ৮ শতাংশ), রাশিয়া (৮ দশমিক ১ শতাংশ), তুরস্ক (৫ দশমিক ৬ শতাংশ), জাপান (৪ দশমিক ৯ শতাংশ), জার্মানি (৩ দশমিক ৭ শতাংশ), তাইওয়ান (৩ দশমিক ২ শতাংশ), চীন (২ দশমিক ৯ শতাংশ) ও ভারত (২ দশমিক ৪ শতাংশ)৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান