1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ মন্ত্রীদের গাজা সফরের নাটকীয় প্রস্তাব ইসরায়েলের

২৫ জুন ২০১০

আন্তর্জাতিক চাপের মুখে গাজা অবরোধ শিথিল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল৷ এখন তারা আরেকটু এগিয়ে সেখানে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের যাওয়ার আমন্ত্রণও জানিয়েছে৷

https://p.dw.com/p/O328
সম্প্রতি গাজার উপর অবরোধ কিছুটা শিথিল করেছে ইসরায়েলছবি: AP

অথচ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ওই ভূখণ্ডে বিদেশি কূটনীতিকদের যাওয়ার ব্যাপারে তাদের ছিলো ঘোর আপত্তি৷

ইউরোপের মন্ত্রীদের গাজা সফরের আমন্ত্রণটি এসেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবামান-এর কাছ থেকে৷ তিনি এখন ইতালি সফরে রয়েছেন৷ বৃহস্পতিবার রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফাতিনির সঙ্গে বৈঠকে লিবামান আকস্মিকভাবেই গাজা সফরের আমন্ত্রণ জানান৷ ইতালি বলছে, তারা ইসরায়েলের প্রস্তাবটি বিবেচনা করে দেখছে৷

লিবামানের এই প্রস্তাবকে নাটকীয় বলা যায় এই জন্য যে মাত্র কয়েকদিন আগেই জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী ডিয়ার্ক নিবেল-কে হামাস নিয়ন্ত্রিত গাজায় ঢোকার অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ৷ তার আগে এভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন আরো অনেকে৷ শুধু জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান ক্যাথিরন অ্যাশটনই এর ব্যতিক্রম৷ জার্মান মন্ত্রী অবশ্য এখন ইসরায়েল সফর করছেন৷

ইসরায়েলের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘ইউরোপীয় মন্ত্রীদের গাজা পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে এই জন্য যে তাঁরা সেখানে গেলেই দেখতে পাবেন, মানবিক বিপর্যয়ের কোনো ঘটনা সেখানে ঘটছে না৷'' যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষই শুধু নয়, দাতব্য এবং মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ২০০৬ সাল থেকে ইসরায়েলে অবরোধের কারণে মানবেতর দিন কাটাচ্ছে ১৫ লাখ ফিলিস্তিনি৷

ইউরোপের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য ফাতিনিকে প্রস্তাব দিয়েছেন লিবামান৷ তবে দলটি যে গাজার নিয়ন্ত্রক ফিলিস্তিনি গ্রুপ হামাসের কোনো নেতার সঙ্গে আলোচনা করতে পারবেন না, তা জানিয়ে দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা৷ ইসরায়েলি সৈন্য গিলাদ শাতিল অপহৃত হওয়ার পর গাজায় অবরোধ আরোপ করে তেল আভিভ৷ সম্প্রতি গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসরায়েল৷ এরপর গত রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরোধ কিছুটা শিথিল করার ঘোষণা দেন৷

লিবামানের প্রস্তাবের বিষয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি ভেবে দেখেছন৷ হ্যাঁ-না কিছুই এখনি জানানো হচ্ছে না৷ ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷

এদিকে লিবামান যেদিন ইউরোপের প্রতিনিধিদের সফরের প্রস্তাব দিলেন, সেই রাতেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন ফিলিস্তিনি আহত হয়েছেন৷ রাতভর তিন দফায় বিমান হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন৷ ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ড তাক করে মর্টার হামলা হয়৷ এর জবাবেই বিমান হামলা চালানো হয়েছে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক