1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ সদস্যপদ ধরে রাখতে পোল্যান্ডে সমাবেশ

১১ অক্টোবর ২০২১

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে থাকতে পোল্যান্ডের বিভিন্ন শহরে মিছিল করেছেন অনেক মানুষ৷ ইইউ আইনের চেয়ে পোলিশ আইন অগ্রাধিকার পাবে, পোল্যান্ডের সাংবিধানিক আদালতের এমন এক রায়ের পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷  

https://p.dw.com/p/41WFM
Polen | Urteil Verfassungsgericht | Demonstration in Warschau
ছবি: Wojtek Radwanski/AFP/Getty Images

ওয়ারশ, ক্রাকাও এবং পোজনানের মতো পোল্যান্ডের বড় বড় শহরগুলোতে রবিবার আয়োজিত সমাবেশ থেকে ইইউ সদস্যপদ ধরে রাখার পক্ষে মত জানানো হয়৷

পোলিশ রাজধানীর ঐতিহাসিক ক্যাসেল স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের দেশটির এবং ইইউ'র পতাকা ওড়াতে দেখা গেছে৷ তারা সমবেত স্বরে জাতীয় সংগীত গেয়েছেন এবং ‘‘আমরা থাকবো'' ও ‘‘আমরা ইউরোপ!'' স্লোগান দিয়েছেন৷

প্রসঙ্গত, পোল্যান্ডের সাংবিধানিক আদালত সম্প্রতি রায় দেন যে কিছু ক্ষেত্রে ইইউ আইনের চেয়ে পোলিশ আইন অগ্রাধিকার পাবে৷

ওয়ারশতে থাকা ডয়চে ভেলে প্রতিনিধি জেক প্যারোক বলেন, ‘‘প্রতিবাদকারীরা একটি পরিষ্কার বার্তা দিয়েছেন৷ তাহচ্ছে তারা ইইউতে থাকতে চান৷''

অনেক প্রতিবাদকারী প্যারোকের কাছে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে সন্তানরা ভবিষ্যতে ইউরোপীয় জোটটির বাইরে বড় হবে বলে আশঙ্কায় রয়েছেন তারা৷

প্যারোক বলেন, ‘‘২০০৩ সালে যখন পোল্যান্ড ইইউতে যোগ দেয়ার জন্য প্রয়োজনীয় চুক্তিতে স্বাক্ষর করেছিল, তখনও এই স্কয়ারে একইরকম চিত্র ছিল৷ তখনও এভাবে ইইউ এর পতাকা ওড়ানো হয়েছিল৷ তবে পার্থক্যটা হচ্ছে তখন মানুষ উচ্ছ্বসিত হয়ে সমবেত হয়েছিল, আর এবার তারা সমবেত হয়েছে উদ্বেগ থেকে৷ প্রতিবাদকারীদের দাবি হচ্ছে দেশটির সরকার যাতে কিছুক্ষেত্রে ইইউ আইনের চেয়ে পোলিশ সংবিধানকে অগ্রাধিকার দেয়ার বিষয়টি থেকে সরে আসে৷''

উল্লেখ্য, বিচার বিভাগের সংস্কারসহ কয়েকটি ইস্যু নিয়ে গত কয়েকবছর ধরে ব্রাসেলসের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে ওয়ারশ'র৷ দেশটির এধরনের সিদ্ধান্ত ইইউ'র নীতি লঙ্ঘন করে করা হচ্ছে বলে মত দিয়েছেন ইউরোপের বিচার আদালতও৷ পোল্যান্ডের বিরোধী দলও রবিবারের সমাবেশে অংশ নিয়েছে৷

এআই/কেএম (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য