1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউএস ওপেনে রানার আপ ‘ইন্দো-পাক এক্সপ্রেস’

১১ সেপ্টেম্বর ২০১০

ইউএস ওপেন টেনিসের দ্বৈত জুটিতে শিরোপা জিততে পারেনি ‘ইন্দো-পাক এক্সপ্রেস’ বলে খ্যাত পাকিস্তানের আয়সাম-উল- হক কোরেশি এবং ভারতের রোহান বোপান্না৷ শেষ পর্যন্ত পুরুষ ডাবলসে রানার আপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে৷

https://p.dw.com/p/P9cU
‘ইন্দো-পাক এক্সপ্রেস’ কোরেশি ও বোপান্নাছবি: AP

খেলাটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের আর্থার অ্যাশ টেনিস স্টেডিয়ামে৷ ২৩ হাজার দর্শকের আসন ছিল কানায় কানায় পূর্ণ৷ হাজার মাইল দূর থেকে উড়ে আসা উপমহাদেশের এই যুগলের প্রতিপক্ষ টুর্নামেন্টের শীর্ষ বাছাই মাইক ও বব ব্রায়ান জুটি৷

দেড় ঘন্টা ধরে চলা খেলাটি ছিল বেশ প্রতিযোগিতাপূর্ণ৷ আর তাতে ৭-৬, ৭-৬ সেটে হেরে থেমে যান ভারত-পাক প্রথম জুটি৷ যাদের স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হবার৷ খেলার ফলাফল দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, শীর্ষ বাছাই মাইক ও বব ব্রায়ান জুটির মোকাবিলায় এক পা পিছু হননি তাঁরা৷ সমান তালে লড়ে গেছেন টুর্নামেন্টের ১৬তম বাছাই এ জুটি৷ আর তাদের খেলা দেখে মনেই হয়নি তাঁরা জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল ম্যাচ খেলছে৷

খেলার পুরস্কার নেবার সময় এক কান্ড করে বসেন পাকিস্তানের কোরেশি৷ অনুরোধ করেন তাঁকে মাইক দেয়ার৷ তিনি কিছু কথা বলতে চান৷ মাইক হাতে নিয়ে তিনি বললেন, পাকিস্তানকে সন্ত্রাসী দেশ হিসাবে বেশ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে৷ আমি বলি যে আমাদের পাকিস্তান খুবই শান্তিপ্রিয় এবং প্রেমময়৷ আপনারা যেমনটা শান্তি চান, আমরাও ততোটাই শান্তির প্রত্যাশা করি৷

টেনিসের শ্রেষ্ঠ আসরের এবারের তারকা রোহান বোপান্নার বাড়ি বেঙ্গালুরুর৷ তাঁর বাবা কফি প্লান্টের মালিক৷ বোপান্নার পরিবারের কেউ টেনিস খেলে বলে শোনা যায়নি৷ খেলে থাকলেও একবারে শখের বসে৷ অপরদিকে, পাকিস্তানের লাহোরের অধিবাসী কোরেশির মা পাক টেনিসের প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন৷ বেশ কয়েক বছর ধরেই জুটিবদ্ধ প্রতিবেশী এই দুই দেশের খেলোয়াড়৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক