1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনিস পাকিস্তানের নতুন ক্রিকেট কোচ

৬ মার্চ ২০১০

ইউনিস পাকিস্তানের নতুন ক্রিকেট কোচ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সাবেক ক্যাপ্টেন ও ফাস্ট বোলার ওয়াকার ইউনিসকে পাকিস্তান জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত করেছেন৷ ৪০ বছর বয়সি ইউনিস ইন্তেখাব আলম এর স্থলাভিষিক্ত হবেন৷

https://p.dw.com/p/MM3K
ওয়াকার ইউনিসছবি: AP

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর চেয়ারম্যান ইজাজ বাট শনিবার ইসলামাবাদে বলেন, ইউনিসকে চুক্তি দেয়া হয়েছে দু হাজার এগারো সালের ডিসেম্বর পর্যন্ত এবং তাঁকে মাসিক বেতন দেয়া হবে ছয় লাখ পঞ্চাশ হাজার রুপি৷ বাট বলেন, সাবেক টেস্ট ব্যাটসম্যান এজাজ আহমেদ তাঁকে সাহায্য করবেন ফিল্ডিং এবং ব্যাটিং কোচ হিসেবে৷

ওদিকে, চট্রগ্রামে তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে ইংল্যান্ড সিরিজ বিজয়ী হয়েছে ৩-০ ফলাফলে৷ ম্যাচ অব দি ম্যাচ ও ম্যান অব দি সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে কিসওয়াটার ও মর্গ্যান ৷

প্রতিবেদক : আবদুস সাত্তার

সম্পাদনা : জাহিদুল হক