1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় ভিত্তিতে হওয়া উচিত

১৮ ফেব্রুয়ারি ২০১১

জাতীয় নির্বাচন পর্যেবক্ষক পরিষদের প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ মনে করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় ভিত্তিতে হওয়া উচিত৷ এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চ্চার সুযোগ সৃষ্টি হবে৷

https://p.dw.com/p/10JJW
তৃনমূল পর্যায়ের উন্নতির জন্য ইউনিয়ন পরিষদছবি: AP

চলতি মাসের শেষের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা৷ আর নির্বাচন হবে মার্চে৷ দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে পর্যায়ক্রমে সাড়ে হাজার ইউনিয়নে চেয়ারম্যান এবং সদস্য নির্বাচনের এই ভোট, দেশের তৃনমূল পর্যায়ে ব্যাপক সাড়া জাগাবে৷

এদিকে, গত মাসে শেষ হওয়া পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায়, মানুষের মনে এক ধরনের আস্থা তৈরি করেছে বলে মনে করেন জাতীয় নির্বাচন পর্যেবক্ষক পরিষদের প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ৷ তবে তাঁর মতে সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের জন্য যথেষ্ঠ নয়৷ এর জন্য প্রয়োজন দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চ্চা৷ আর সে জন্য পৌর নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় ভিত্তিতে হওয়া দরকার বলে মনে করেন তিনি৷ এতে দলগুলোর অভ্যন্তরে বাড়বে গণতান্ত্রিক চর্চ্চার সুযোগ৷

তিনি বলেন কেন্দ্র থেকে তৃনমূল পর্যায় পর্যন্ত যদি দলীয় রাজনীতি কার্যকর হয়, তাহলে জবাবদিহিতার বিষয়টি সামনে চলে আসবে৷ গুরুত্ব পাবে জাতীয় ম্যানিফেস্টো৷ স্থানীয় সমস্যাকে মানুষ সংকীর্ণভাবে না দেখে, দেখবে জাতীয়ভাবে৷

ড. কলিমুল্লাহ মনে করেন, এতে স্থানীয় পর্যায়ে নেতৃত্বেরও বিকাশ ঘটবে৷ মানুষ পর্যায়ক্রমে জাতীয় রাজনীতিতে অবদান রাখার সুযোগ পাবে৷ তিনি মনে করেন জনপ্রতিনিধি নির্বাচন - সে স্থানীয় অথবা জাতীয় যে পর্যায়ই হোক না কেন, প্রার্থী মনোনয়ন দলীয় ভিত্তিতে হওয়া প্রয়োজন৷ তাতে রাজনীতি তার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে৷ আর সাধারণ মানুষ জবাবদিহিতা করতে পারবে তৃনমূল পর্যায় থেকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ