1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূস ইস্যু থেকে ক্রিকেটের ইস্যু

২১ মার্চ ২০১১

এছাড়া বিএনপি’র পরবর্তী মহাসচিব কে হবেন বা হতে চলেছেন, তা নিয়েও প্রাথমিক জল্পনা-কল্পনা রয়েছে দেশের গণমাধ্যমে৷

https://p.dw.com/p/10d6T
ড. মুহাম্মদ ইউনূসছবি: public domain

বিডিনিউজ টোয়েন্টিফোরের খবরে ছিল, সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে আলোচনায় সমঝোতা শব্দটি ব্যবহার করেননি৷ অপরদিকে ইত্তেফাকের শিরোনাম হল: ‘ইউনূস ইস্যুতে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের'৷ ইতিপূর্বে ব্লেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন৷ ইত্তেফাকের বিবরণ অনুযায়ী পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর ব্লেক দৃশ্যত সাংবাদিকদের বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, একটা সমঝোতা সম্ভব বলে যুক্তরাষ্ট্র আশাবাদী৷ সমঝোতার একটা সুযোগ আছে৷ এবং এ'ধরণের সমঝোতা হলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হবে৷ জনকণ্ঠের বিবরণও অনুরূপ৷ সমকালও লিখছে, আদালতে শুনানির আগেই যুক্তরাষ্ট্র ইউনূস ইস্যুর নিষ্পত্তি চায়৷ যুগান্তরের শিরোনামও অনুরূপ৷

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পুনর্মুদ্রিত সংবিধানকে অবৈধ ও অসাংবিধানিক বলে অভিহিত করেছে বিএনপি৷ এবং প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছে৷ রবিবার সংসদে পয়েন্ট অফ অর্ডারে বিএনপি'র জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমেদের মুখে এই দাবি শোনা যায়৷ তাঁর বক্তব্য: সংবিধান সংশোধন করার ক্ষমতা আদালতের নেই৷ কাজেই খসড়া সংবিধান বেআইনি ও অসংবিধানিক৷ তা দিয়ে দেশ চালানোটা অবাস্তব৷ মওদুদের এই বক্তব্য বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে ভোরের কাগজ এবং অন্যান্য পত্রিকায়৷

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর কি ক্রিকেটের ইস্যুটা গণমাধ্যম থেকে বিদায় না নিলেও, উৎসাহে, আবেগে কিছুটা ভাঁটা পড়েছে বৈকি৷ ইত্তেফাকের ভাষায়: ‘শনিবার ম্যাচ শেষে বিসিবি অফিসের পরিবেশ বলে দিচ্ছিল বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে৷' অর্থাৎ ‘থমথমে পরিবেশ৷ নেই কোলাহল, ব্যস্ততা৷' আসল প্রশ্ন: এতো ভালো প্রস্তুতির পর দলের এতো বাজে পারফরমেন্স কেন? অথচ টেকনিকাল কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ কিন্তু ভালোই জানেন যে, এই দল তিনটি ম্যাচ জিতেছে৷ কাজেই, কালের কণ্ঠের প্রতিবেদক নাঈমুর রহমানের ভাষায়: ‘৫৮-এর পর ৭৮-এর দেখতে না হলে আমাদের বিশ্বকাপ নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারতাম৷' কাজেই এখন বিশ্বকাপ ক্রিকেটশুদ্ধি অভিযানের কথা বলছেন কর্তারাও, লিখছে কালের কণ্ঠ৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য