1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসন সবচেয়ে দুশ্চিন্তার

৬ আগস্ট ২০১৯

এর আগে ইউরোপীয় দেশগুলোর জনগণের কাছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল জলবায়ু পরিবর্তন৷ তবে ইউরোপীয় কমিশনের জরিপ বলছে, এখন সেই জায়গা নিয়েছে অভিবাসন৷

https://p.dw.com/p/3NP9U
Migranten Symbolbild
ছবি: Imago Images/E. Krenkel

দু' বছর পরপর একটা জরিপ পরিচালনা করে ইউরোপীয় কমিশন৷ এবার সেই জরিপ থেকেই বেরিয়ে এসেছে এমন তথ্য৷ এর আগে দেখা গিয়েছিল এ অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়েই বেশি শঙ্কিত৷ তবে এবারের ফলাফল বলছে অন্য কথা৷

ইউরোপীয় ইউনিয়নের মোট ২১টি দেশেই জরিপে অংশ নেয়া বেশির ভাগ মানুষ বলেছেন তাদের বড় দুশ্চিন্তা এখন অভিবাসন৷ মোট ৩৪ ভাগ মানুষ তা মনে করেন৷ আগের জরিপে শতকরা ৪০ ভাগ মানুষ তা বললেও তখন দুশ্চিন্তার বিষয় হিসেবে জলবায়ু পরিবর্তন ছিল সবার ওপরে৷ এই প্রথম জলবায়ু পরিবর্তন নেমে এসেছে দ্বিতীয় স্থানে৷ ইউরোব্যারোমিটার নামের দ্বিবার্ষিক এই জরিপ অনুযায়ী, মোট মাত্র ২২ ভাগ মানুষ মনে করেন জলবায়ু পরিবর্তন তাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে৷

ইউরোপের মানুষদের কাছে এখন তৃতীয় দুশ্চিন্তার বিষয় অর্থনীতি এবং সন্ত্রাসবাদ৷ শতকরা ১৮ ভাগ মানুষ বলেছেন এ কথা৷ চতুর্থ স্থানে রয়েছে পরিবেশ (১৩%)৷

ইউরোপীয় ইউনিয়নের প্রতি আস্থা

জরিপে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র দেশগুলোতে ইইউ-র প্রতি আস্থা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে৷ ৪০ ভাগ মানুষ বলেছেন, ইইউ পার্লামেন্টের প্রতি তাদের আস্থা রয়েছে, বিপরীতে ৩৪ ভাগ মানুষ বলেছেন তাদের আস্থা বেশি নিজের দেশের পার্লামেন্টের প্রতি৷ এছাড়া ৪৫ ভাগ মানুষ ইইউকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন, ৬১ ভাগ এই জোটের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী আর ৫৫ ভাগ মনে করেন ব্রাসেলসে যথাযথভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে৷

চেজ ভিন্টার/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য